রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের মাত্র ২০ দিনের মাথায় নববধূ আত্মাহত্যা করেছেন।
শনিবার (১০ মার্চ) সকালে উপজেলার কাশিমপুর হালদারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
মৃত নববধূ তপতি রাণী (১৮) গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত কাশিমপুর হালদারপাড়া গ্রামের দেবনাথ হালদারের মেয়ে।
নিহত তপতির মা তুলশি রাণী বলেন, গত মার্চ মাসের ২০ তারিখে আনুষ্ঠানিক ভাবে নাটোর লালপুর উপজেলার তারাপুর মন্ডলপাড়া গ্রামের যুগল চন্দ্রের ছেলে মিঠন চন্দ্র (২৩) এর সাথে বিয়ে হয় তার মেয়ে তপতির। বিয়ের মাত্র কয়েক দিন পর থেকে স্বামী পছন্দ না হওয়ায় সংসার করবে না বলে জানায়। তারপরও তপতি বাবার বাড়িতে থাকা অবস্থায় বাড়ির সবাই তাকে এই সংসার করতে অনুরোধ জানায়।
শনিবার খুব সকালে মা তুলশি রাণী ঘুম থেকে ওঠে টয়লেট সারার জন্য চলে যায়। ফিরে এসে দেখতে পান মেয়ে তপতি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আহত্মহত্যার চেষ্টা করছে। মা তুলশির চিৎকারে লোকজন ছুটে এসে তপতিকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

