আন্তর্জাতিক

মিসরে ট্রেন লাইচ্যুত হয়ে নিহত ১১ জন।

প্রকাশিত: সোমবার,১৯ এপ্রিল ২০২১, ১১:৩০ এএম। অনলাইন সংস্করণ

মিসরে ট্রেন লাইচ্যুত হয়ে নিহত কমপক্ষে ১১; আহত ৯৮
এপ্রিল ১৯: গতকাল (রোববার) সন্ধ্যায় মিসরের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে ১১ জন নিহত ও ৯৮ জন আহত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

প্রাপ্ত তথ্যানুসারে, যাত্রীবাহী ট্রেনটি রাজধানী কায়রো থেকে উত্তরাঞ্চলীয় শহর মানজুরা যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটির ৪টি বগি লাইনচ্যুত হয়।

উদ্ধারকাজে অংশ নিতে ৬০টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়।