রাজনীতি

ছাত্রলীগ নেতা কালাম গ্রেফতার, প্রশাসনের নাটকীয় চমক

প্রকাশিত:সোমবার,২৭ এপ্রিল ২০২১,০১:১৫ এএম।অনলাইন সংস্করন

বাকেরগঞ্জে ছাত্রলীগ নেতা কালাম খানকে গ্রেফতার করে প্রশাসনের নাটকীয় চমক।

বাকেরগঞ্জ ছাত্রলীগ নেতা আবুল কালাম খানকে তুচ্ছ ঘটনায় গ্রেফতার করে মিথ্যা অভিযোগে কোর্ট হাজতে প্রেরণের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা সূত্রে জানা যায় গতকাল ২৪ শে এপ্রিল রবিবার দুপুর আনুমানিক একটার দিকে পরিবারের সব সদস্য ডায়রিয়া আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন এমনতবস্থায় ওর মাসুম বাচ্চাটাও হঠাৎ অসুস্থ হয়ে পরে। বাচ্চার মা ডায়রিয়ায় বাসায় স্যালাইন রত অবস্থায় হঠাৎ বাচ্চাটির দুই বার বমি এবং দুইবার পাতলা পায়খানা হলে বাচ্চাটি বাসায় বিছানায় ঢলে পড়ে,

বাচ্চার এ অবস্থায় কিংকর্তব্য বিমূর্ত হয়ে তড়িঘড়ি করে বাচ্চাটিকে কাদের উপর নিয়ে দুপুরবেলা প্রচন্ড গরম উপেক্ষা করে, অন্যদিকে লকডাউন থাকার কারণে কোন গাড়ি না পেয়ে, পায়ে হেঁটে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে তাড়াহুড়ো করে জরুরি বিভাগে ঢুকে পরেন।

তখন কর্তব্যরত ডাক্তার মনিরুজ্জামানের কাছে গিয়ে বিনিত অনুরোধ করেন, বাচ্চাটিকে বাঁচান। কিন্তু কর্তব্যরত ডাক্তার বাচ্চাটিকে গুরুত্ব না দিয়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে বলেন আমার দিকে তাকান আমি মাক্স পড়া আপনার ম্যাস্ক কই, ম্যস্ক পরে আসেন নি কেন? আগে সেটা বলেন তারপর আপনার বাচ্চার ভর্তি নেবো কি নেবো না সেটা পরে দেখা যাবে।

তখন বাচ্চাটিকে অন্য এক মহিলার কাছে দিয়ে পকেটে থাকা ম্যস্কটি পরে দ্রুত চিকিৎসা সেবা দেবার জন্য বিনীত অনুরোধ করেন। তখন সে ভর্তি নিতে অপরাগতা শিকার করেন। এক পর্যায় ভর্তি নিতে না পারলে ও ক্যানোলা পরিয়ে দেবার জন্য বিনীত অনুরোধ করেন। কিন্তু তার কোনো কথায় কর্নপাত না করে নিজেকে নিয়ে ব্যস্থ হয়ে যায়। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে বাক বিতন্ডায় লিপ্ত হয়ে পরলে ঘটনার এক পর্যায় ডাঃ ক্ষিপ্ত হয়ে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতে চেষ্টা চালালে ঘটনাটি হাতাহাতিতে গড়ায়।

পরবর্তীতে সেখানকার উপস্থিত সবাই ছুটে এলে। পরিস্থিতি, শান্ত হয়। এ সময়ে সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে থাকা লোকজন বিস্তারিত শুনে ডাঃ কে শান্ত করে বুঝিয়ে চিকিৎসা সেবা দেবার অনুরোধ করেন তাতেও কাজ হয়নি। এমন কি ঘটনা স্থলে উপস্থিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন বিনীত অনুরোধ করছেন তাতেও মন গলেনি।

অবশেষে নিরুপায় হয়ে স্থানীয় ক্লিনিকে এনে মুমূর্ষু বাচ্চা টিকে ভর্তি করে চিকিৎসা সেবা দেন। বিষয় টি নিয়ে গতকাল অনেক তোলপাড় সৃষ্টি হলে দৈনিক যুগান্তর পত্রিকা সহ একধিক পত্রিকায় প্রশাসনের বরাত দিয়ে লেখালেখি হয়। সেখানে ও ডঃ মনিরুজ্জামানের বিষয় স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

তা সত্বেও স্থানীয় প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে চরম অমানবিক ও নিষ্ঠুর ভাবে অদ্য দুপুরে ক্লিনিকে যাওয়ার সময় ৪/৫ জন এস আই সহ পুলিশের বিপুল সংখ্যক সদস্যরা মিলে কোনো কিছু বুঝে ওঠার আগেই ওকে গ্রেফতার করে তড়িঘড়ি থানায় এনে কোনো নিয়ম নীতির তোয়াজ না করেই মহিলা ডাঃ এর সাথে গ্যানজামের এক কাল্পনিক গল্প সাজিয়ে কোর্ট হাজতে প্রেরণ করেন।

এ ঘটনায় হতবাক স্থানীয় ছাত্রলীগ সহ সচেতন মহল তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে। অনতিবিলম্বে ঘটনার মানবিক দিক বিবেচনা করে। দ্রুত নিঃশ্বর্ত মুক্তির দাবী জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই মেডিকেলে দায়িত্ব রত ডাঃদের দ্বারা প্রতিনিয়ত এমন অমানুষিক নিপীড়নের শিকার হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

অনিয়ম দুনীতিতে ভরপুর বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিয়ে ইতিপূর্বে বহুবার লেখা লেখি হলেও ব্যবস্থা নেবার নজির সৃষ্টি করতে পারেনি কতৃপক্ষ অথচ তুচ্ছ ঘটনা নিয়ে এমন নজিরবিহীন তৎপরতায় বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল।