প্রকাশিত: সোমবার,১২ জুলাই ২০২১,০৩:২০ পিএম। অনলাইন সংস্করণ
বাকেরগঞ্জ থানার সামনে মিনিস্টার হিস্ট্রি সপে যুবকের ঝুলন্ত লাশ,
বাকেরগঞ্জ থানার সামনে মিনিস্টার হিস্ট্রি সপে রাকিবুল ইসলাম (২৫) পিতা জানে আলম নামে বরিশাল ভাটিখানা নিবাসী এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
নিহত যুবক একই দোকানের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুর আগে দোকান মালিক সাজ্জাদ হোসেনকে ভাই সম্মোধন করে একটা চিরকুট লিখে রেখে যান।
সেখানে পরিবারিক অসন্তোষের বিষয় টি উল্লেখ করে সবার নিকট ক্ষমা চেয়েছেন। নিহতের লাশটি দুপুর ১২ টার দিকে থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল প্রেরণ করেন।
এ বিষয় সত্যতা নিশ্চিত করে ওসি আলাউদ্দিন মিলন জানান বিষয় টি কি ঘটছে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তবে নিহতের শরীরে অন্য কোনো আহতদের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে মিনিস্টার শোরুমের ম্যানেজার সাজ্জাদ জানান, কয়েক মাস আগে আকাশ তাদের এখানে সেলসম্যান হিসেবে কাজ শুরু করে। সোমবার সকালে তিনি দোকানে এসে দেখেন, ভেতর থেকে সাটার বন্ধ। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, আকাশ শোরুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। দোকানের ভেতরে তার লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে পরিবারিক কোলহের জেরে এমন ঘটনার সূত্র, তারপর ও বিষয় টি গুরুত্বর বিবেচনা করে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


