অর্থনীতি, খবর

রাজপুত্র পালঙ্কে ঘুমায় মা পান সুপারি বিক্রি করে

প্রকাশিত: মঙ্গলবার,১৩ জুলাই ২০২১,০৯:১৫ এ এম। অনলাইন সংস্করণ

রাজপুত্র তাকবীরকে সড়কের পাশে রাজপলঙ্কে ঘুম পাড়িয়ে মা সুমি আক্তার পান-সিগারেট বিক্রি করছে।

তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা, ১০ জুলাই
ছবি:

১৬ কোটি মানুষের রাজধানী ঢাকা এই শহরে কত মানুষ আছে যারা দিন আনে দিন খায়,কেউ ভাত মাছ মাংস খায় কেউ নুন ভাত আলুভর্তা খায়, তারপর কেটে যায় তাদের দিন কেউ হয়তো কাটে আরাম-আয়েশে কেউ হয়তো কষ্টের ।

যাইহোক যদি এই ভাত মাছ বা নুন ভাত আলুভর্তা খাবার জোগানোর পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে কেমন হয় ? এই করোনাকালীন সময় অনেক মানুষ রাস্তার ফকির হয়ে যায়।

কেউ হয়তো মুখ খোলে মানুষের কাছে হাত পেতে চাইতে পারে কেউ হয়তো মুখ খুলে মানুষের কাছে চাইতে পারেনা মনের কষ্ট মনে নিয়ে চলে ,কেউ হয়তোবা লজ্জা-শরম ফেলে রাস্তার কুলে কাজকর্ম নিয়ে বা কিছু নিয়ে বিক্রি করার জন্য বসে ।

তেমনি একজন দেখা গেছে রাজধানীর তেজকুনিপাড়া মা কোলের শিশুকে রাস্তার পাশে ঘুম পাড়িয়ে রেখে পান-সিগারেট এসব বিক্রি করে ।

দৃশ্যটি দেখে অনেকেরই মনে কষ্ট লাগে সুমি আক্তারের এভাবেই দিন কেটে যায় জানিনা এই কষ্টের শেষ কোথায় তাই সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে এই করোনার প্রভাব কাটিয়ে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ দেন