প্রকাশিত,রবিবার,২৫ জুলাই ২০২১,১২:১৫ পিএম।অনলাইন সংস্ককরন।
১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ২নং ওয়ার্ডে পাকা রাস্তা না থাকায় প্রতিদিন বিপদের সম্মুখীন হতে হচ্ছে মাদ্রাসা ,স্কুল ও কলেজে শিক্ষার্থীসহ জনসাধারণের।
পাকা রাস্তা না থাকায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নে ২নং ওয়ার্ডের, এবিএম আনছার উদ্দিন মাওলানা প্রতিষ্ঠাতা, বিহারীপুর হোসেনিয়া সিনিয়র আলিম মাদ্রাসা হইতে ,
এবং দক্ষিণ বিহারিপুর বড় খান বাড়ির সামনে থেকে মোঃখালেক হাং এর বাড়ীর পাশ থেকে আনন্দবাজার হইয়া লোচনাবাদ আবুল কালাম এর বাড়ী পর্যন্ত, পাকা রাস্তা না থাকায় প্রতিদিন বিপদের সম্মুখীন হতে হচ্ছে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের সহ এলাকার জনসাধারণের।
বর্ষার সময় কাচা রাস্তার উপর হাটু সমান কাদা হয় , ভোগান্তিতে পড়েছেন মাদ্রাসা, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও।
রঙ্গশ্রী ইউনিয়নের ২নং বিহারীপুরে এই রাস্তাটা দীর্ঘ দিন ধরে বোতরা টু কালীগন্জ বাজার মেইন রোড হিসাবে ব্যবহার হয় এই রাস্তা দিয়া প্রতিদিন শত শত লোক চলাচল করে এই রাস্তার কোন খোজ খবর নেয় না এলাকার মেম্বার চেয়ারম্যান। তাই সাধারণ মানুষের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
বিহারীপুরের এই মাটির রাস্তাটি অতি প্রয়োজন মনে করছেন ওই এলাকার স্থানীয় লোকজন।
বর্তমানে এই রাস্তা দিয়া চলাচল করা যে কতটা কষ্ট কর তা শুধু এই এলাকার মানুষই জানে।
এলাকাবাসী বলেন, গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিতে অনেক কষ্ট হয় একজন ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে হাসপাতালে নেওয়া কষ্ট কর, রাস্তায় থাকে হাটু সমান কাদা ও বন্যার সময় রাস্তায় উপর থাকে হাটু সমান পানি। বাচ্চাদের স্কুলে যেতে পারেনা সময়মত, কাদার জন্য হাটতে পারে না ।
এবং রাস্তায় চারপাশে রয়েছে ৩ টা প্রাইমারী স্কুল ৩ টা মাদ্রাসা ১ টা হাইস্কুল রয়েছে ছোট ছোট শিশুদের স্কুল মাদরাসায় যেতে ভোগান্তির শেষ নাই,
এই রাস্তাটা অতি প্রয়োজন এতে আমরা অনেক উপকৃত হই। তাই রাস্তা নির্মাণের জন্য জেলা প্রশাসক ও উদ্ধতন কতৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সুদৃষ্টি রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন ভুক্তভোগী’রা।
রাস্তাটি নির্মাণ হলে স্কুল মাদ্রাসার লেখাপড়ার মান আরো বৃদ্ধি পাবে। এছাড়াও যাতায়াত সহ জীবন মান উন্নয়ন পরিবর্তন হবে এই এলাকার জনসাধারণের|


