খবর, শোক সংবাদ

লাশবাহী গাড়ি সঙ্গে সংঘর্ষে লাশ হলেন যুবক

প্রকাশিত: সোমবার,২২ নভেম্বর ২০২১, ২: ৫৮ পিএম। অনলাইন সংস্করণ

নাটোরের সিংড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রনি আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (২২ নভেম্বর) সকাল ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি সিংড়া পৌর শহরের নিংগইন এলাকার হেলাল উদ্দিনের ছেলে ও শেরকোল এস আর ফিলিং স্টেশনের কর্মচারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টার দিকে বগুড়া মেডিকেল থেকে পাবনার ঈশ্বরদী উপজেলায় যাচ্ছিল একটি লাশবাহী অ্যাম্বুলেন্স। ফিলিং স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন রনি আহমেদ। শেরকোল আইসিটি পার্ক এলাকায় এসে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রনি।

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবাহী ট্রাকের সঙ্গেও ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সের। এতে সর্বমোট ৫ জন আহত হন। পরে থানা ও হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং আহতদের আশঙ্কাজনক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। তার লাশ মর্গে রয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্মীয় খবর

সমান অধিকারের নামে আপনি কি করছেন ভেবে দেখেছেন?

প্রকাশিত: বৃহস্পতিবার,১৮ নভেম্বর ২০২১, ৮: ৫২ এ এম,অনলাইন সংস্করণ।

আপনি মেয়ে, সোশ্যাল মিডিয়ায় বিচরণ আপনার অপরাধ নয়। কিন্তু স্বাধীনতা চর্চার অজুহাতে আপনার প্রিয় বাবা/ স্বামী/ ভাইকে দাইয়ুস বানিয়ে ফেলছেন নাতো!


আপনি মেয়ে, ঘরের বাহিরে বের হওয়া আপনার অপরাধ নয়, কিন্তু অধুনিকতার ফাঁদে পরে নিজের প্রিয় বাবা/ স্বামী/ ভাইকে দাইয়ুস বানিয়ে ফেলছেন নাতো!
আপনিকি জানেন?


‘দাইয়ুস’ জান্নাতে প্রবেশ করতে পারবে না।
আর দাইয়ুস হলেন তিনি, যিনি পরিবারের লোকদের অশ্লীলতা (পর্দা না করা, অবৈধ সম্পকে জাড়ানো ইত্যাদি) থেকে রক্ষা করার ব্যাপারে উদাসীন।


আল্লাহ তা’আলা বলেছেন, “যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না।” (সূরা নুর, ২৪:১৯)

পুরুষহিসেবেএইগুরুত্বপূর্ণবিষয়টিতেআমরাসম্পুর্ন_উদাসীন।

আরেকটু সময় থাকলে হাদিসগুলো পড়ে নিবেন-

“দাইয়ুস” এমন ব্যক্তি যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়। (মুসনাদে আহমাদ, নাসাঈ)

“দাইয়ূস কখনোই জান্নাতে প্রবেশ করবে না।” (নাসাঈঃ ২৫৬২, আহমাদ, মিশকাতঃ ৩৬৫৫, সহীহুল জামেঃ ৩০৫২)

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তিন ব্যক্তির প্রতি মহান মহিয়ান আল্লাহ তা’আলা কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না (রহমতের দৃষ্টিতে দেখবেন না), পিতা মাতার অবাধ্য (সন্তান), পুরুষের বেশধারী নারী এবং দায়ূছ (স্ত্রীকে বেপর্দা ও পরপুরুষের সঙ্গে মিশতে দেয়া স্বামী যে স্ত্রী কন্যার পাপাচারে যে ঘৃণাবোধ করেনা।)

আর তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেনা – পিতা মাতার অবাধ্য (সন্তান), মাদকাসক্ত ব্যক্তি (যে মদ্যপ তাওবা ছাড়া মৃত্যুবরণ করে) এবং দানকৃত বস্তুর খোঁটা দানকারী ব্যক্তি (দান করার পর যে দানের উল্লেখ করে গঞ্জনা দেয়।)” (সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২৫৬২)