প্রকাশিত:বৃহস্পতিবার,২ডিসেম্বর২০২১,৪:৪৮ এএম। অনলাইন সংস্করণ
শিশুটির চিকিৎসার জন্য ২ লাখ ৫০ হাজার টাকার প্রয়োজন ।
দয়া করে কেউ এড়িয়ে যাবেন না, সাহায্য করতে না পারলেও দয়া করে পোস্টটি শেয়ার করুন যাতে কোনো দানশীল ব্যক্তির নজরে আসে।
টাকার অভাবে অটো চালক বাবা মায়ের সন্তানের চিকিৎসা করতে পারছে না ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার আবায়পুর ইউনিয়নের জহরুল ইসলামের ছেলে মো সবুজ
শিশুটির বয়স মাত্র তিন বছর ।।
গত প্রায় চার মাস থেকে শিশুটির ক্যান্সার ধরা পরে।। এতদিন স্থানিয়ভাবে চিকিৎসা নিলেও ক্যান্সার ধরা পরায় এখন শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন।
তবে ডাক্তার বলেছেন শিশুটির উন্নত চিকিৎসা করানো হলে আরোগ্য লাভ করা সম্ভব।
শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২ লক্ষ্য ৫০ হাজার টাকা, দরিদ্র বাব সামান্য অটো চালক এত টাকা কোথায় পাবে ?
স্থানীয়ভাবে এলাকাবাসী ও আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রায় ১ লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে।
আপনাদের কাছে বিনীত অনুরোধ, মায়ের কোলে ফিরিয়ে দিতে আমাদের যার যা সামর্থ আছে তাই দিয়ে শিশুটিকে সাহায্য করি
আমরা প্রবাসে ও দেশে অবস্থানরত ধনীদের কাছে সহযোগিতা কামনা করছি।
সাহায্য পাঠানোর মাধ্যম,
বিকাশ পার্সোনাল – 01854328218(বাবা জহরুল ইসলাম)


