খবর, ধর্মীয় খবর

যুবকরা দেখিয়ে দিয়েছে সমাজ পরিবর্তন কাকে বলে

প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১, ০৮:৪০ পিএম। অনলাইন সংস্করণ

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অধীনে ১৩ নং পাদ্রিশিবপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে, একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে সংগঠন টির নাম পূর্ব মহেশপুর ঐক্য সংগঠন সংগঠন।

প্রতিষ্ঠাতা মোহাম্মদ গাজী সুফিয়ান ইউসুফ, পিতা বাবুল গাজী , গ্রাম পূর্ব মহেশপুর থানা বাকেরগঞ্জ জেলা বরিশাল এবং মোঃ বিল্লাল গাজী, পিতা রহমান গাজী, গ্রাম পূর্ব মহেশপুর থানা বাকেরগঞ্জ জেলা বরিশাল।

এই সংগঠনটি সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত এবং একটি ইসলামিক সংগঠন, এই সংগঠনের মাধ্যমে গ্রামে অনেক গরিব মিসকিন মানুষ উপকৃত হয়েছেন এবং অনেক সাহায্য সহযোগিতা পেয়েছেন।

এবং রাস্তাঘাটের অনেক কাল সংগঠনের কর্মীদের দ্বারা করানো হয় এবং সংগঠনের কার্যকলাপ দেখে গ্রামবাসী সবাই তাদের উপরে অনেক খুশি এবং সবাই মুগ্ধ। পূর্ব মহেশপুর ঐক্য সংগঠনের কর্মীদের দ্বারা গ্রামের অনেক উপকার হয়েছে অনেক পরিবর্তন হয়েছে দেখিয়ে দিয়েছেন সমাজ পরিবর্তন কাকে বলে।

এবং হিংসা-বিদ্বেষ ছাড়া সম্পূর্ণ স্বনির্ভর এবং স্বেচ্ছাসেবী একটি সংগঠন এখানে সবাই স্বইচ্ছায় কাজ করে সমাজে অবহেলিত এবং সমাজে অনেক মানুষ থাকেন অনাহারী দুঃখসুখের তাই এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই যুবক সমাজ সংগঠনটি গড়ে তোলেন।

গ্রামে অনেক মানুষ আছে এখনো যারা সরকারের থেকে কোন অনুদান পায় না সাহায্য চেয়েও দিনের-পর-দিন তাদের পিছু ধরে চলতে হয় কিন্তু তারপরও কোনো উপকারে আসে না মেম্বার চেয়ারম্যান আছে তারা ঠিকমতন দেখেনা এইসব অবহেলার কারণেই আজ যুবসমাজ এই সংগঠনটি গড়ে তোলেন

পূর্ব মহেশপুর ঐক্য সংগঠন এর গ্রুপের লিংক https://www.facebook.com/groups/1497167383966955/?ref=share

পূর্ব মহেশপুর ঐক্য সংগঠনের পেইজের লিঙ্ক https://www.facebook.com/Emuo2021/

সময় আলোর পেজের মাধ্যমে আমরা সকলের কাছে দোয়া প্রার্থী, পূর্ব মহেশপুর ঐক্য সংগঠনের জন্য সবাই দোয়া করবেন আমাদেরকে যেন আল্লাহ আরো মানুষের উপকার করার তৌফিক দান করেন আমরা যেন গরীব দুঃখী মানুষের পাশে থাকতে পারি, প্রচারে গাজী সুফিয়ান ইউসুফ প্রধান কর্মকর্তা ও মোঃ বিল্লাল গাজী সহকারি কর্মকর্তা