খবর, সড়ক দুর্ঘটনা

বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বাসচায় পথচারী নিহত, জনতার সড়ক অবরোধ

প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি ২০২২, ১০:০২ এ এম অনলাইন সংস্করণ।

বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের থাক্কায় পথচারী নিহত, বিক্ষুদ্ধ জনতার অগ্নসংযোগ-সড়ক অবরোধ

ডেইলি সময়ের আলো
বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত মোঃ আসলাম হাওলাদার (৪০) পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী।

তিনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরংগল গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের পুত্র। ঘটনা সুত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৪০৩৬)বুধবার বিকেল ৪ টার সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে ব্রিজে উঠার আগেই পথচারী আসলামকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।


ঘটনা সুত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৪০৩৬) বুধবার বিকেল ৪ টার সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে ব্রিজে উঠার আগেই পথচারী আসলামকে ধাক্কা দিয়ে ড্রাইভার বাস থেকে লাফ দিয়ে পালায়।

এতে বাস গাড়িটি ব্রেক ফেল করে পুনরায় পিছনের দিকে এসে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের সরকারি কলেজের সম্মুখে হাওলাদার ফিলিং স্টেশনে রাখা ৬ টি সিএনজিকে ধাক্কা দিয়ে দুমরে মুছরে দেয়। ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা টায়াল জ্বালিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদশণ করে।

এসময় বাসস্ট্যান্ডে ব্রিজের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পরে। উপজেলা নিবাহী কমকতা মাধবী রায় ও ওসি তদন্ত সত্যরঞ্জন খাসকেল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করে পুনরায় বাস চলাচল শুরু করেন।