
প্রকাশিত: মঙ্গলবার,৮ই মার্চ ২০২২, ১০:৫৫ এএম। অনলাইন সংস্করণ
শোক সংবাদ
পূর্ব মহেশপুর ঐক্য সংগঠন এর সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ রাজিব হসেন (রাজু মল্লিক) এর মা মোসাম্মৎ খাদিজা বেগম (৫০) আজ মঙ্গলবার ভোর পাঁচটা পনেরো মিনিটের দিকে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বরিশাল,বাকেরগঞ্জ থানার ১৩ নং পাদ্রিশিবপুর ইউনিয়ন এর অন্তর্গত ২ নং ওয়ার্ড পূর্ব মহেশপুর গ্রামের নির্বাসী, স্বামী মোঃ শাহাদত মল্লিক এর বাড়িতে তাহার মৃত্যু হয়, মৃত্যুর সময় (খাদিজার) বয়স ছিল প্রায় ( ৫০) বছরের মত।
মৃত্যু ( খাদিজা) এর ছেলে মোহাম্মদ রাজিব হসেন (রাজু মল্লিক) উনি আমাদেরকে জানান গতকাল সোমবার সকাল বেলা উনার মা খাদিজা বলেন বাবা আমার শরীরটা ভাল না, রাজু মল্লিক উনার মায়ের শরীরে হাত দিয়ে দেখেন শরীর টা একটু গরম একটু জ্বর জ্বর ভাব,
ছেলে রাজু বলেন মা আপনার শরীরটা তো গরম জ্বর জ্বর ভাব আপনি একটু রেস্টে থাকেন কোন কাজকর্ম করার দরকার নেই ছোট বোন মরিয়ম ও সব করতে পারবে আপনি রেস্টে থাকেন
এই বলে রাজু আবার কাজ কর্মের দিকে চলে যান এবং যাবার সময় পাশের ঘরে দাদিকে বলে যান দাদি আমার মায়ের শরীরটা ভালোনা শরীরে জ্বর আছে একটু খেয়াল রাখেন
সন্ধ্যাবেলা কাজের শেষে রাজু বাড়িতে এসে দেখেন উনার মায়ের শরীরে জ্বর আরো বেশি পরে উনি দোকানে গিয়ে রাতের বেলা আপেল এবং কমলা এনে অনার আমাকে খাওয়ান
খাওয়ানোর পরে মা খাদিজা বলেন বাবা আমার শরীরটা এখন মোটামুটি ভালই লাগে পরে রাতে ছোট মেয়ে মরিয়ম কে সাথে নিয়ে একই বিছানায় ঘুমানো
প্রত্যেকদিন গভীররাতে তাহাজ্জত পড়তে উঠেন এবং ফজরের নামাজ পড়ে জিকির-আজগার করে তারপরে ঘুমান কিন্তু প্রতিদিনের মতো উনি আজ ওঠেননি উনার বোন সকালবেলা উঠে ভাই রাজু মল্লিক কে ডাক দিয়েছেন
ডেকে বলেন ভাইয়া আম্মু তো ওঠেনা এবং নড়াচড়াও করেনা রাজু মল্লিক তড়িঘড়ি করে এসে দেখেন মায়ের শরীর গরম উনি মামা বলে ডাকেন কোন সাড়া দেয় না তাৎক্ষণিক ডাক্তার নিয়ে আসেন
ডাক্তার এসে দেখে বলেন তোমার মা আর দুনিয়াতে নেই তিনি তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন এই বলে ডাক্তার মাথায় হাত বুলিয়ে সান্তনা দিয়ে ডাক্তার চলে গেলেন
মোঃ রাজিব হোসেন রাজু মল্লিক “পূর্ব মহেশপুর ঐক্য সংগঠন” নামের একটি সংগঠন পরিচালনা করেন এই সংগঠনের মূল কাজ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো।
এই সংগঠন পরিচালনা করে গ্রামের সকল স্তরের মানুষের কাছে থেকে অনেক সুনাম অর্জন করেছেন মোঃ রাজিব হোসেন রাজু এবং গত ৫ ই মার্চ রোজ শনিবার, উপজেলা বাকেরগঞ্জে অডিটোরিয়ামে “বেঙ্গল ইউথ ফাউন্ডেশন” নামে একটি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে
রাজু মল্লিক এর “পূর্ব মহেশপুর ঐক্য সংগঠন” কে আমন্ত্রণ করা হয়, উক্ত অনুষ্ঠানে বাকেরগঞ্জের পৌরসভার মেয়র মোহাম্মদ লোকমান হোসেন ডাকুয়া উপস্থিত ছিলেন, এবং উক্ত অনুষ্ঠানে পূর্ব মহেশপুর ও সংগঠন, মেয়র মোহাম্মদ লোকমান হোসেন ডাকুয়া ফুলের শুভেচ্ছা জানান
এবং সেখানে “পূর্ব মহেশপুর ঐক্য সংগঠন” এর কিছু কার্যকলাপ রিভিউ করা হয় সংগঠনের কর্মকান্ড দেখে বাকেরগঞ্জের মেয়র লোকমান হোসেন ডাকুয়া খুবই কৃতজ্ঞ হন এবং খুবই আনন্দিত হন
উক্ত অনুষ্ঠানে মেয়র মোহাম্মদ লোকমান হোসেন ডাকুয়া বক্তৃতাকালে আশ্বাস দেন ভবিষ্যতে কোনো কর্মকাণ্ডের যদি কোন সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন।
সমাজসেবার এসব কাজ নিয়ে সবসময় ব্যস্ত হঠাৎ করে তাহার মায়ের মৃত্যুতে তাহার সংগঠনের সকল সদস্যবৃন্দ খুবই মর্মাহত এবং খুবই শোকাহত এবং সংগঠনের সকল স্তরের মানুষের ভিতরে নেমে এসেছে শোকের ছায়া।
আমরা মোঃ রাজিব হোসেন রাজু মল্লিক এর মায়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাহার সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

