খবর

সংবাদকর্মীর কাজই হচ্ছে সবার আগে সর্বশেষ সংবাদ সংগ্রহ করা। আসিফ

https://www.facebook.com/asif.akbar.bd

প্রকাশিত: সোমবার,২৫ এপ্রিল ২০২২, ০৫: ২৯ পিএম। অনলাইন সংস্করণ

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ তার ভেরিফাইড ফেসবুক থেকে এই উক্তিটি পোস্ট করেন

প্রতিটা সংবাদকর্মীর কাজই হচ্ছে সবার আগে সর্বশেষ সংবাদ সংগ্রহ করা। আমি শুরু থেকেই সংবাদ মাধ্যম কর্মীদের সাথে চমৎকার সময় কাটিয়ে এসেছি। আপনি যদি মনে করেন কোন সাংবাদ কর্মী আপনার বন্ধু- সেটি আপনার সবচেয়ে বড় ভুল। আমাদের সাউন্ডটেক বস বাবুল ভাই একটা বলতেন- ঘোড়ার সাথে ঘাসের দোস্তি কখনো হয় না, তাহলে ঘোড়া খাবে কি ! কোন বন্ধুত্বের কি সম্পর্ক – সেটা নিরাপদ দূরত্ব বজায় রেখে আগে বিচার বিশ্লেষণ করে তবেই এগুনো উচিত, যদিও আমি নিজেই এসব ভুল করে এসেছি অতীতে।

বাংলাদেশ ক্রিকেটের ওয়ান্ডার বয় সহজ সরল মোহাম্মদ আশরাফুল এই ধরনের বন্ধুত্বের বলি হয়েছেন। অ্যাশ একজন সাংবাদিকের কাছে মনের গোপন কষ্ট শেয়ারিংয়ে গিয়ে ক্যারিয়ার বরবাদ করে ফেলেছে। সংবাদ শিকারী সেই কর্মী ঈগলের মত ছোঁ মেরে নিউজটা ছাপিয়ে দিলো দেশের শীর্ষ পত্রিকায়, ফলাফল চোখের সামনে। এটাই স্বাভাবিক- ভুলটা আশরাফুলেরই হয়েছে। সেই সংবাদকর্মী তাঁর বিশ্বাসকে জ্যাকফ্রুট জুস ভেবে শুষে নিয়েছে। আমি অবশ্য এসব রেগুলার কোর্স শেষ করে এসেছি।

আমার বায়োগ্রাফী আকবর ফিফটি নট আউট নিয়ে একটি বেসরকারী টিভি চ্যানেল খন্ডিত নিউজ ছেপেছে। দয়াপরবশ হয়ে নামটা উল্লেখ করলাম না, এই উদারতা অবশ্য ওদের নেই। নিউজটা আমার প্রিয় শীর্ষ দুজন স্বনামখ্যাত গায়কের ইমেজের বিরুদ্ধে গিয়েছে, উনারা অবশ্য কোন নেতিবাচক প্রতিক্রিয়া দেখান নি। বইটার বানান প্রুফ এর কাজ চলছে। দূর্ধষ সেই চিকনা সংবাদকর্মী প্রেস থেকে স্রেফ চুরির মাধ্যমে চটকদার হেডলাইন দিয়ে নিউজটা ছেপে একটা বিভ্রান্তি তৈরী করেছে। অথচ বই ছাপার কাজ এখনো শুরুই হয়নি। এ ধরনের পাইরেসী এড়াতে আমরা ইচ্ছা করেই ঈদের পরে বই প্রকাশনা শিফট করেছি। তার বিরুদ্ধে পাইরেসীর মামলা করতে পারি, করবোনা। এই ধরনের নিউজে কোন বীরত্ব নেই, এটা স্রেফ চৌর্যবৃত্তি। কন্টেন্টের লোভে এসব সংবাদকর্মী যে কোন শর্তে সব কাজ করতে পারে, এটাই এদের স্ট্যান্ডার্ড। আকবর ফিফটি নট আউট এ সত্য ঘটনার সাথে সংক্ষুদ্ধ চরিত্রগুলোকে যথাযথ সম্মান প্রদান পূর্বক তুলে ধরা হয়েছে, এখানে কল্পনাপ্রসূত কিছু লেখা হয়নি। শার্লক হোমসের নাতি হওয়ার চেষ্টা না করে আমার কাছে আসুন। আপনাকে পছন্দ হলে পুরো ঘটনা ছাপানোর অনুমতি দিবো। আমার খেলোয়াড়ী অতীত সমৃদ্ধ, যোগ্যতা থাকলে আমার সাথে খেলেও আরাম পাবেন। চুরি বাটপারির মাধ্যমে তৈরী গিমিক সাংবাদিকতায় ঢোকাবেন না, এতে পেশার প্রতি কমিটেড আমার সাংবাদিক বন্ধুরা লজ্জ্বা পায়। ব্যাপারটা ইতিমধ্যে ক্লিয়ার হয়েছেন নিশ্চয়ই ! রুলস মেনে খেলতে আসুন- ওয়েলকাম।
ভালবাসা অবিরাম…