
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মেয়ে ২০২২, ০৮:২০ পিএম, অনলাইন সংস্করণ।
বাকেরগঞ্জে, নামের পাশে ভুয়া ইঞ্জিনিয়ার পদবী ও ভিপি নুরু এর লোক দাবী করে প্রতারণা।
বাকেরগঞ্জে, নামের পাশে ভুয়া ইঞ্জিনিয়ার পদবি লাগিয়ে ও ভিপি নুরুর সাথে ছবি তুলে, তার লোক দাবী করে দীর্ঘদিন যাবত মানুষকে ধোকা ও প্রতারণা করে আসছে, কথিত এই ইঞ্জিনিয়ার রাজু।
সাধারণ মানুষ তার পদবী নিয়ে বিভ্রান্ত হওয়া সাংবাদিক দের কাছে অভিযোগ করে। অভিযোগ এর সত্যতা যাচাই করতে এক অনুসন্ধানে জানা যায়। মোঃ রাজু খান, ১৪ নং নিয়ামতি ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড এর বাসিন্দা। মাধ্যমিক এর গন্ডি পেরতে তার কয়েবার একই ক্লাসে পরিক্ষা দিতে হয়,পরিশেষে যুক্ত হয় জাহাজের লেবার হিসাবে।
দীর্ঘ দিন যাবত সেখানে চাকরি করার পর। হঠাৎ করেই নিজেকে মেরিন ইঞ্জিনিয়ার হিসাবে দাবি করতে থাকে।ইঞ্জিনিয়ার হিসাবে তার নাই কোন সনদ। শুরু করে নানান প্রতারণা। ইঞ্জিনিয়ার দাবি করে চাকরির নামে টাকা নিয়ে ধোকা দেয় বেকার ছেলেদের কে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয়রা জানায় এসএস সি পরীক্ষা দিয়ে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে তা জানা ছিলো না।
সম্প্রতি তার ব্যাক্তিগত ফেইসবুক আইডি ঘুরে দেখা যায়, বেশ কিছু ভিপি নুর সহ কেন্দ্রীয় নেতাদের সাথে ছবি তুলে কথিত ছাত্র অধিকার পরিষদ নিয়ামতি ইউনিয়ন এর আহ্বায়ক হিসাবে নিজেকে দাবি করে আসছে এবং এই দলে যোগ দেওয়ার জন্য, স্থানীয় কিশোর বয়সের ছেলেদের হয়রানি ও বিভিন্ন মাদকের প্রলোভন দেখাচ্ছে। এবং ভিপি নুরুর সংগঠন এর নামে এজেন্ট বানিয়ে এলাকায় নাশকতার সৃষ্টি করছে।
বিভিন্ন সময় দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নিয়ে ফেইসবুকে কটুক্তি স্ট্যাটাস দিচ্ছে। তার প্রতারণার ফাদে পরছে নাম বলতে রাজি না হওয়া অনেকেই।
সম্প্রতি প্রধান মন্ত্রী কে নিয়ে কটুক্তি করায়, তাৎক্ষণিক প্রতিবাদ করে শেখ রাছেল জাতীয় শিশু কিশোর পরিষদ বাকেরগঞ্জ উপজেলা শাখা এর যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান। যার ফলে রাজনৈতিক ওপেন হুমকি দেওয়া হয় তাকে। বলে জানান মশিউর রহমান।
এ ব্যাপারে রাজু খান এর সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগ করতে গেলে তিনি ফোন বন্ধো করে রাখেন।

