আন্তর্জাতিক, খবর

কিয়েভসহ ইউক্রেনের তিন অঞ্চলে হামলা, নিহত ৮

শত শত স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন

সময়ের আলো ডেস্ক

প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১২:৩৩ এএম | অনলাইন সংস্করণ 

সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির তিনটি অঞ্চলে গতকাল সোমবার (১৭ অক্টোবর) সকালে কয়েকটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া শত শত স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, রুশ বাহিনী কিয়েভে ইরানি ‘কামিকাজ’ ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন। কিয়েভে থাকা মার্কিন দূতাবাস এসব হামলার নিন্দা জানিয়ে তারা ইউক্রেনের জনগণের পাশে আছে বলে টুইট করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, তারা ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে বলেন, ‘শেভচেনকিভস্কি এলাকায় সোমবার সকালে দফায় দফায় ড্রোন হামলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজন ধ্বংসস্তূপের নিচেই আটকে পড়ে আছেন।

তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এলাকাটি বিস্ফোরণে কেঁপে উঠল। এসব বিস্ফোরণে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।’

এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমহাল জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের তিনটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে শত শত শহর ও গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাশিয়া ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। রাশিয়াকে এসব ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে ইরান। তবে এ ব্যাপারে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে ইইউ : ইউক্রেনের অন্তত ১৫ হাজার সেনাসদস্যকে প্রশিক্ষণ দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী মাস থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে।

লুক্সেমবার্গে স্থানীয় সময় সোমবার ইইউভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে ইউক্রেনকে আরও পাঁচ কোটি ইউরোর সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা আসতে পারে এ বৈঠক থেকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা ইরান ইস্যুতে আলোচনা করতে পারেন। সেখানে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আসতে পারে। ইরানে চলমান বিক্ষোভে কর্তৃপক্ষের সহিংস পদক্ষের প্রেক্ষাপটে এ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। একই সঙ্গে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে নতুন করে আলোচনা করা হবে।