সড়ক দুর্ঘটনা

বরিশাল বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

সংগৃহীত

বাকেরগঞ্জে পূর্ব মহেশপুর হাসান নগর এলাকার এক বাসিন্দা গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করেন

বাকেরগঞ্জ প্রতিনিধি

১৪ নং নিয়ামতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কৃঞ্চনগর (হাসান নগর) এর বাসিন্দা আঃ রহমান

সংগৃহীত

ঘটনা সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল ১০ ঘটিকার দিকে মোঃ আঃ রহমান (৫০) তিনি সংসারের তাগিদে দিনমজুরের কাজে বেরিয়ে পড়েন।

তার এলাকাতেই বাড়ির পাশে পূর্ব মহেশপুরের সাবেক মেম্বার মোহাম্মদ মান্নান শিকদার এর কাজে জান এবং সেখানে একটি গাছের ডাল কাটার জন্য ওঠেন

হয়তো তার অসাবধানতার কারণে অথবা আল্লাহর হুকুমে তিনি গাছ থেকে পরে যান পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে বুকে আঘাত পান এবং ডান পা ভেঙ্গে যান। তখন গ্রামের লোকজন তড়িঘড়ি করে তাকে উপজেলা বাকেরগঞ্জ সদর হসপিটালে নেয়ার পথে মারা যান।

সমাজের কিছু দুষ্কৃতী লোক তো অবশ্যই থাকে তাদের বুদ্ধি বিবেচনার কারণে লাশ থানায় নেওয়া হয় এবং কেস করার জন্য পরামর্শ দেন

থানা পুলিশ জানান ২ লক্ষ টাকা হইলে কোন কেস হবে না এবং কাউকে জানানো হবে না অথবা বরিশাল পুলিশ সুপারের কাছ থেকে যদি আপনারা লিখিত আনতে পারেন তাহলে আর টাকা লাগবো না লাশ আপনারা নিয়ে যেতে পারবেন

মৃত ব্যক্তির ফ্যামিলির পক্ষ থেকে বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে যান এবং সেখানে তারা লিখিত অভিযোগ দেন যে আমাদের কোন অভিযোগ নেই রহমানের মৃত্যুর ব্যাপারে এবং আমাদের কোন কেস মামলা করার প্রয়োজন নেই এবং আমাদের লাশ যেন পোসমাডাম না করা হয় সেজন্য লিখিত দেয়া হয়। এবং উভয় ফ্যামিলি আপস করবেন বলে জানিয়েছেন আমাদেরকে।

বরিশালের পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম তিনি তাদের লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং তিনি অনুমতি দেন লাশ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। কোন প্রকার আইনি জটিলতা ছাড়াই যেন স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

সময়ের আলো

আগৈল জারায় চুরির অভিযোগে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় চুরির অপরাধে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামে নির্যাতনের শিকার হয় তারা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান থানায় সংবাদ দিলে পুলিশ কিশোরদের উদ্ধার করে।

নির্যাতনের শিকার তিন ছিন্নমূল কিশোর মামুন গাজী (২০), সাগর মিয়া (১৮) ও তুহিন মিয়া (১৭) বরিশাল লঞ্চঘাট এলাকায় থাকে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে মধ্যশিহিপাশা গ্রামের প্রবাসী মোকলেস সরদারের বাড়িতে প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে যায় ওই কিশোরেরা। তারা ওই বাড়ির একটি টিউবওয়েল চুরি করে। মোকলেসের স্ত্রী লাকী বেগম পানি আনতে গিয়ে দেখেন টিউবওয়েল নেই। এ সময় ওই কিশোরদের চলে যেতে দেখে চিৎকার করেন।

এতে এলাকাবাসী তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে সাবেক ইউপি সদস্য হানিফ সরদারের বাড়ির সামনে একটি গাছে বেঁধে কিশোরদের নির্যাতন চালানো হয়।

ওই কিশোরদের ভাষ্য, তারা অনুনয়-বিনয় করলেও নির্যাতনকারীদের মন গলেনি। বেধড়ক মারধর করা হয় তাদের। এ সময় স্থানীয় কয়েক ব্যক্তি গৈলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদারকে বিষয়টি জানান। তিনি থানায় সংবাদ দিলে উপ-পরিদর্শক (এসআই) রমজান হোসেন সেখান থেকে তিন কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার বলেন, ওই কিশোররা চুরি করে থাকলে তাদের পুলিশে দেওয়া যেত। এভাবে গাছে বেঁধে নির্যাতন ঠিক হয়নি।

আগৈলঝাড়া থানার এসআই রমজান হোসেন বলেন, এ ঘটনায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আন্তর্জাতিক

সৌদিতে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের জন্য অনুরোধ

সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত প্রায় তিন লাখ রোহিঙ্গাকে (মিয়ানমারের নাগরিক) পাসপোর্ট প্রদান বা নবায়নের সুযোগ দিতে অনুরোধ জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রীর নেতৃত্বে আসা প্রতিনিধি দল। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের আইন অনুযায়ী এনআইডিসহ যা যা লাগবে সেগুলো দেখিয়ে যারা পাসপোর্ট পাওয়া ও  নবায়নের যোগ্য তাদেরকে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রীর নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সৌদি আরবে রোহিঙ্গা নাগরিকরা তিন প্রজন্ম ধরে অবস্থান করছেন। পাকিস্তান আমল থেকে তারা সেখানে আছেন। বাংলাদেশ থেকে যেসব রোহিঙ্গা নাগরিক নিজেদের ‘ম্যাকানিজমে’ বিশেষ বিবেচনায় গিয়েছিলেন তাদের বিষয়ে কী করা যায় সেটা খতিয়ে দেখা হবে। একইসঙ্গে রোহিঙ্গা নাগরিকদের তাদের দেশে (মিয়ানমার) ফেরত পাঠানোর বিষয়টি আরও জোরদার করতে সৌদি আরবের সহযোগিতা চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদান বাড়াতে ‘নিরাপত্তা সহযোগিতা’ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে বৈঠকে ‘রোড টু মক্কা’ নামে দুটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও সাইবার সিকিউরিটি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথভাবে দুই দেশ কিভাবে কাজ করতে পারে সেটি নিয়েও আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি প্রতিনিধি দল তাদের দেশে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানোর ওপর জোর দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে শ্রমিকদের দক্ষ করে তুলতে বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলেছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা ব্যবস্থা সহজ করার অনুরোধ জানিয়েছেন। বর্তমানে সৌদি আরবে প্রায় ২৭ লাখ ৬০ জন বাংলাদেশি নাগরিক চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন পেশায় কাজ করছেন ও অবস্থান করছেন।

সময়ের আলো

দুমকিতে দেড় হাজার পিস ইয়াবা সহ পুলিশ কর্মকর্তাকে আটক।

সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে দেড় হাজার পিস ইয়াবাসহ মো. আজিজুর রহমান (৫৯) নামে এক সাবেক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে উপজেলার লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজিজুর রহমান বর্তমানে পটুয়াখালী শহরের ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকায় বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়। আজিজুর অবসর নেওয়া পুলিশ সদস্য।

স্থানীয় সূত্র জানায়, আজিজুর রহমান ২০১৫ সালে বরিশাল জেলা পুলিশে এএসআই পদে কর্মরত থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসরে যান। তখন থেকে পটুয়াখালী শহরে বাড়ি করে বসবাস করে আসছিলেন।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের চাকরিরত অবস্থায় ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়ে। সেই সিন্ডিকেটের এক সদস্য বর্তমানে ঝালকাঠিতে অবস্থান করছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমুল হুদা জানান, আজিজুর ঝালকাঠি থেকে ইয়াবার চালান এনে স্থানীয় খুচরা বিক্রেতাদের মধ্যে সরবরাহ করে আসছিলেন। তাকে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল। এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সড়ক দুর্ঘটনা

পথচারীর জন্য প্রাণ গেল দুই বন্ধুর

সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কচুয়াহাট বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের ছেলে নুর আলম মিয়া (৩৩) ও ছাট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে রনি মিয়া (৩২)।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে বাড়ি থেকে দুই বন্ধু ভরতখালীর দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় কচুয়াহাটের সিএনজি স্ট্যান্ডের কাছে আসলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

অপরদিকে, আহত পথচারী আবুল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সময়ের আলো

সেবার মান নিম্ন থানায় সেবার মান বাড়াতে হবে আইজিপির নির্দেশ

সংগৃহীত

থানায় আগত সেবাপ্রত্যাশীদের সঙ্গে সদাচরণ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ বুধবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনের সমাপনী বক্তব্যে এ নির্দেশ দেন আইজিপি।

পুলিশপ্রধান বলেন, ‘পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক সাফল্য রয়েছে। এখন সব পর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। থানার সেবার মান আরও বাড়াতে হবে।

‘থানায় আগত সেবাপ্রত্যাশীদের সঙ্গে সদাচরণ করতে হবে। তাদের প্রত্যাশিত সেবা প্রদানে সদিচ্ছা নিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) শাহাবুদ্দিন খাঁন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার হারুন-অর-রশিদ, ডিআইজি (টেলিকম) এ কে এম শহিদুর রহমান কর্মকর্তারা বক্তব্য দেন।

দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্স গত মঙ্গলবার শুরু হয়। সব অতিরিক্ত আইজিপি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপার কনফারেন্সে অংশগ্রহণ করেন। কনফারেন্সে চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর) সারা দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সময়ের আলো

বরিশালে এক গাভীর তিন বাচ্চা প্রসব

সংগৃহীত

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় একটি গাভী স্বাভাবিকভাবেই তিনটি বাছুর জন্ম দিয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) দিনগত রাতে উপজেলার মাহিলারা বাজারের মোল্লা মার্কেট সংলগ্ন এলাকায় এ  এ ঘটনা ঘটে।

গাভিটির মালিকের নাম আব্দুল মন্নান গোমস্তা (৯০)। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।

আব্দুল মন্নান জানান, গত ৪৫ বছর ধরে তিনি গরু কেনা-বেচা পেশার সঙ্গে জড়িত। তবে নিয়মিত গাভী পালন করেন।

বর্তমানে তার গোয়ালে একটি শংকর জাতের গাভী রয়েছে। ওই গাভী এর আগে তিন বছরে তিনটি বাছুর জন্ম দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সেই গাভীটি গোয়াল ঘরে অস্বাভাবিক আচরণ শুরু করে। দীর্ঘদিন ধরে গাভীটি লালন-পালন করায় তিনি বুঝতে পারেন সেটির বাছুর প্রসবের সময় ঘনিয়েছে। তাই সন্ধ্যার পর থেকে তিনিসহ পরিবারের সদস্যরা গোয়াল ঘরে অবস্থান নেন।

মন্নান গোমস্তা বলেন, রাত ১ টার দিকে প্রথম বাছুর প্রসব করে গাভীটি। কিন্তু নিয়ম অনুযায়ী বাছুরটি ভূমিষ্ট হয়নি। দ্বিতীয়টিও একই অবস্থায় ভূমিষ্ট হয়। তখন গাভীর অবস্থা গুরুতর হয়। এ সময় মনে হয়েছে গাভীটিকে বাঁচানো যাবে না। কিন্তু তৃতীয় বাছুর  স্বাভাবিকভাবে ভূমিষ্ট হওয়ার পর গাভীটি আস্তে আস্তে সুস্থ ও স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, বর্তমানে গাভী ও তার তিনটি বাছুর সুস্থ রয়েছে। বাছুরগুলো ও গাভী স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। বাছুর তিনটি ষাঁড়।

মন্নান গোমস্তা বলেন, উপজেলার নলচিড়া এলাকার অস্ট্রেলিয়ান জাতের একটি ষাঁড় দিয়ে গাভীর প্রজনন করানো হয়েছে। বাছুর জন্ম দেওয়া পর্যন্ত কোনো পশু চিকিৎসকের শরনাপন্ন হইনি। স্বাভাবিকভাবে খাবার দেওয়া হয়েছে।

গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, আমি খবর পেয়েছি। দেখতে যাবো। একসঙ্গে তিনটি বাছুর জন্ম দেওয়ার ঘটনা সব সময় ঘটে না। বছরের দু-একটি ঘটনা ঘটে। তবে এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়।

খবর, সময়ের আলো

নতুন পুরাতন কোন প্রকার সিম বিক্রি করতে পারবেনা গ্রামীণফোন

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন সিমের সঙ্গে সঙ্গে আর পুরাতন সিমও বিক্রি করতে পারবে না এই মোবাইল অপারেটরটি। রবিবার (৬ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, সম্প্রতি গ্রামীণফোন সিম বিক্রি করতে বিটিআরসির কাছে আবেদন করেছিল। তা প্রত্যাখান করেছে বিটিআরসি। এর আগে গুণগত মান নিশ্চিত না করায় গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধ করেছিল নিয়ন্ত্রক সংস্থা। তবে পুরাতন সিম তখন বিক্রি করতে পারতো প্রতিষ্ঠানটি। এখন থেকে গ্রামীণফোনের সব ধরণের সিম বিক্রি বন্ধ করেছে বিটিআরসি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেছেন, আমরা চেষ্টা করেও গ্রামীণফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ নিতে দেখিনি। তারা গ্রাহক বাড়াবে, কিন্তু সেবার মান বাড়াবে না- এটা হতে দেওয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে।

গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞা আসে গত ২৯ জুন। গ্রামীণফোনকে দেওয়া বিটিআরসির চিঠিতে বলা হয়েছিল, বিটিআরসির পরীক্ষায় গ্রামীণফোনের সেবার মান সন্তোষজনক মনে হয়নি। তাই প্রতিষ্ঠানটির সিম বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আন্তর্জাতিক, খবর

গাড়ির সাথে হেলান দেওয়া যেন অভিশাপ

প্রকাশিত, রবিবার, ৬ নভেম্বর ২০২২, ০১:৪৮ এ এম। অনলাইন সংস্করণ

সংগৃহীত

গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকায় ছয় বছরের এক শিশুকে বুকে লাথি মারেন গাড়ি চালক। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায় অবুঝ ছেলেটি। অমানবিক এই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। অভিযুক্ত গাড়িচালকের যথাযথ শাস্তি দাবি করেছেন অনেকে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়। এরই মধ্যে ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি ছোট ছেলে ব্যস্ত রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এ সময় চালক গাড়ি থেকে বের হয়ে আসেন। কয়েক সেকেন্ড পরেই ওই ব্যক্তি শিশুটির বুকে লাখি মারেন। এরপর তিনি তার গাড়ির ভেতর ফিরে যান।

ভিডিওতে আরও দেখা যায়, শিশুটিকে লাথি মারতে দেখে পাশে আরও কয়েকটি গাড়ি দাঁড়িয়ে পড়ে। আশপাশের লোকজনও ঘটনাস্থলে জড়ো হন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শিহশাদ। সে থালাসেরির পোন্ন্যমপালাম এলাকার বাসিন্দা। আর শিশুটি রাজস্থানের একটি পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তান।

গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঘটনার পর স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি পুলিশকে জানান প্রত্যক্ষদর্শী এক তরুণ আইনজীবী। ঘটনাস্থলে ছুটে আসে পোন্ন্যমপালাম থানার পুলিশ। থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্ত শিহশাদকে। কিন্তু তাকে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। কেরালা পুলিশের এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হন তারা। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পাশাপাশি সংবাদমাধ্যমগুলোতে সম্প্রচারের পর নড়েচেড়ে বসে পুলিশ। এরপর শুক্রবার সকালে অভিযুক্ত শিহশাদকে পুলিশ ফের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।

খবর, রাজনীতি

বরিশাল গৌরনদী থানায় ইসরাককের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: রবিবার, ৬ নভেম্বর ২০২২, ০১:০৮ এ এম। অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনসহ দলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাতে গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় মামলাটি করা হয়। তবে মামলার বাদী হয়েছেন রাসেল রাঢ়ী। তিনি গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি। ইতোমধ্যে এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাহিলারা বাজার বণিক সমিতির সভাপতি শহীদ সরদার বলেন, শনিবার সকাল ৬টার দিকে আমরা ১০ থেকে ১২ জন মাহিলারা বাজারের সামনে রাস্তায় অবস্থান করছিলাম। এ সময় ৭০ থেকে ৭৫টি গাড়ির বহর এসে বাজারের সামনে মহাসড়কে থামে। তখন গাড়ি থেকে ক্যাডাররা নেমে বাজারে আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে হামলা ও ভাংচুর করে। এ সময় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আবুল হাসানাত আব্দুল্লাহর ছবি ছিঁড়ে ফেলে।

তিনি আরও বলেন, হামলাকারীরা সাতটি মোটর সাইকেল ভাংচুর করেছে। তারা মাহিলারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় মামলাটি করা হয়েছে।

এ বিষয়ে গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। তিনি আরও জানান, গৌরনদী উপজেলা বিএনপির নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

খবর

যশোরে জন্মদিনের অনুষ্ঠানে মদ পান করায় এক কিশোরের মৃত্য

প্রকাশিত: মঙ্গলবার, ১লা নভেম্বর ২০২২,০৪:০৭ পি এম। অনলাইন সংস্করণ

যশোরের কেশবপুরে জন্মদিনের অনুষ্ঠানে মদ পান করায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম ইন্দ্রজিৎ বাইন (১৭)। এ ঘটনায় তার আরেক বন্ধু কৃষ্ণ রায় (১৭) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সোমবার (৩১ অক্টোবর) উপজেলার কালীচরণপুর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কালীচরণপুর গ্রামের রণজিত বাইনের ছেলে ইন্দ্রজিতের গত রোববার জন্মদিন ছিল। দুই বন্ধু রোববার সারা রাত নিজ ঘরে বসে অ্যালকোহল পান করে।

এরপর সোমবার সন্ধ্যায়ও তারা ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন ঘর থেকে ইন্দ্রজিতের মরদেহ উদ্ধার করে। গুরুতর অবস্থায় কৃষ্ণকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এছাড়া কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, জন্মদিনের উৎসব পালন করতে গিয়ে ইন্দ্রজিৎ বাইন অতিরিক্ত অ্যালকোহল পানে করে। এতে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।