
বরিশাল বাকেরগঞ্জে বড় ভাইয়ের স্ত্রী সন্তানকে মারদারের পর হত্যা করার হুমকি দেন শামীম হাওলাদার
বরিশাল বাকেরগঞ্জ বিহারীপুর গ্রামের বাসিন্দা মৃত ওয়াসেদ আলি হাওলাদারের মেজো ছেলে মোঃ শামীম হাওলাদার (৪৮) তার বড় ভাই শাহাবুদ্দিন হাওলাদারের স্ত্রী সন্তানকে জমি সংক্রান্ত ব্যাপারে জের দরে মারধর করেন এবং গুরুতর আহত করেন এবং বলেন যদি কারো কাছে মুখ খোল তাহলে তোমাদেরকে হত্যা করা হবে
এক সূত্রে জানা যায় ১২ নং রংঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের বাসিন্দা মৃত্যু ওয়াসেদ আলীর হাওলাদারের তিন ছেলে প্রথম ছেলে মোঃ শাহাবুদ্দিন হাওলাদার দ্বিতীয় ছেলে মোঃ শামীম হাওলাদার ওরফে কানা শামীম তৃতীয় ছেলে মোহাম্মদ শহীদ হাওলাদার
তিন ভাইয়ের ভিতরে জমিজমা নিয়ে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন যাবত এই জমি নিয়ে শামীম হাওলাদার এর সাথে এবং বড় ছেলে শাহাবুদ্দিন হাওলাদার এর সাথে দ্বন্দ্ব চলে
তারই যের ধরে ১২ ই ডিসেম্বর রোজ রবিবার দুপুর ২ ঘটিকার দিকে শামীম হাওলাদার (ওরফে কানা শামীম) তার স্ত্রী ডালিম বেগম এবং বড় ছেলে গাঁজা শাকিল ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসহ শাহাবুদ্দিনের বসত করে প্রবেশ করুন
প্রবেশ করার সাথে সাথে এলোপাথারে লাথি কেল ঘুসি এবং রামদা দিয়ে আঘাত করেন এক পর্যায়ে শাহাবুদ্দিনকে হত্যা করার হুমকি দেন এবং শাহাবুদ্দিনের স্ত্রী এবং কন্যাকে ধর্ষণ করার হুমকি দেন
এবং মারধরের পরে ঘরের ভিতরে হাতের কাছে যেসব মাল জিনিস পেয়েছেন সব তারা লুট করে নিয়ে যান
এ বিষয়ে শাহাবুদ্দিন হাওলাদার স্থানীয় ইউপি সদস্যের কাছে নালীর জানালে কোন বিচার বা আশানুরূপ ফল পাওয়া যায়নি
গ্রাম্য স্থানীয় ইউপি সদস্যের কাছে কোন সুবিচার না পেয়ে শাহাবুদ্দিন হাওলাদার আইনের আশ্রয় নিতে বাধ্য হন উপজেলা বাকেরগঞ্জ থানায় শামীম হাওলাদার ওরফে কানা শামীম এবং তার স্ত্রী ডালিম বেগম ও তার বড় ছেলে গাঁজা শাকিল এর বিরুদ্ধে, শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন
বাকেরগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সততা যাচাই করে নিশ্চিত হন। ভুক্তভোগী পরিবারটি অভিযুক্তদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

