সময়ের আলো

ইনসাফ যুব ঐক্য সংগঠনের পক্ষ থেকে ইফতার প্যাকেজ বিতরণ

সংগৃহীত

প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ইং,০২:৩০ এ এম। অনলাইন সংস্করণ

আসন্ন রমজান উপলক্ষে “ইনসাফ যুব ঐক্য সংগঠনের” পক্ষ থেকে রমজানের শুরুতেই শতাধিক হত দরিদ্রদের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ করেছেন এই সংগঠন।

ইনসাফ যুব ঐক্য সংগঠনের ফটোচিত্রে দেখা যায়, তরুণরা রাতের আঁধারে হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়েস তাদের ইফতার প্যাকেজ বিতরণ করছেন। তাদের এই উদ্যোগ দেখে সময়ের আলোর পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।

সংগৃহীত

বরিশাল জেলার, বাকেরগঞ্জ থানার অন্তর্গত পূর্ব মহেশপুর নামক গ্রামে ২০২১ সালে, মহামারি করোনার আগমনে গড়ে ওঠে এই “ইনসাফ যুব ঐক্য সংগঠনটি”

২০২১ সালের মহামারি করোনার আগমনে বন্ধ হয়ে যায় অনেকের, কর্মসংস্থান দোকানপাট ব্যবসা-বাণিজ্য। ফলে স্বল্প আয়ের মানুষগুলো অনেক অসহায় হয়ে পড়েন। তখন তারা কারো কাছে হাত বাড়াতে পারেনি কারণ সকলের আয়ের পথ গুলো বন্ধ ছিল।

তখনই পূর্ব মহেশপুর গ্রামের এক ঝাঁক তরুণ এসে দাঁড়ান গ্রামের অসহায় হতদরিদ্রদের পাশে । তখন তারা একটি সংগঠন গড়ে তোলেন এবং সংগঠনের নাম দেওয়া হয় “ইনসাফ যুব ঐক্য সংগঠন”

“ইনসাফ যুব ঐক্য সংগঠনের” মূল পরিচালক মোঃ মাসুম গাজী, হেলাল উদ্দিন, মোঃ রায়হান মোল্লা, মোঃ রবিউল বিশ্বাস, তাদের সাথে আলাপ কালে তারা আমাদের বলেন, করোনার আগমনে বন্ধ হয়ে যায় অনেক মানুষের কর্মসংস্থান ব্যবসা-বাণিজ্য,

দোকানপাট, তাই স্বল্প আয়ের মানুষগুলো সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন এবং তাদের কষ্ট দেখে আমরা সহ্য করতে না পেরে আমরা গ্রামের যুবকরা এগিয়ে আসি তাদের জন্য কিছু একটা করার লক্ষে। এবং এই সাহায্য সহ-যোগিতার মধ্য দিয়ে আমাদের এ সংগঠনটি গড়ে ওঠে।

যখন আমারা সংগঠনটি গড়ে তুলি, তখন আমাদের সদস্য সংখ্যা ছিল মাত্র ১১ জন, এই ১১জন নিয়ে আমরা সংগঠন পরিচালনা করি এবং ১১ জনের মধ্য থেকে যে যার সাধ্যমত সংগঠনে দান করেন এবং সেই দানের মাধ্যমে আমাদের সংগঠনের আয়ের পথ হয়। সেই আয় দিয়েই হত-দরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

সাথে সাথে আমরা গ্রামের রাস্তাঘাট মেরামত করি এবং যদি কারো চিকিৎসার দরকার হয়, আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি, যদি কারো ঔষধের প্রয়োজন হয়, আমরা ঔষধের ব্যবস্থা করি, যদি কারো রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দেওয়ার ব্যবস্থা করে সকলের পাশে থাকি।

এবং আমাদের এই কার্যক্রম দেখে গ্রামের লোকজন খুবই আনন্দিত এবং গর্বিত তারা আমাদের কাজে উৎসাহ দেন এবং আমাদেরকে ও আমাদের সংগঠনকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন।

আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যমত আমরা গ্রামের সকলকে এবং পার্শ্ববর্তী গ্রামেও যারা হত দরিদ্র আছে তাদেরকেও আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি।

এ বছর আমরা প্রস্তুতি নিয়েছিলাম “ইনসাফ যুব ঐক্য সংগঠনের” মাধ্যমে ৫০টি, হত দরিদ্র ফ্যামিলিকে রমজানের ইফতার বিতরণ করব এবং এই প্রস্তুতির উপরে নির্ভর করে আমরা সকলের কাছে দাওয়াত দিতে থাকি সংগঠন থেকে, আমরা ইফতার প্যাকেজ বিতরণ করব যার যা সাধ্য আছে, সে সাধ্য অনুযায়ী আমাদের সাথে শরিক হতে পারেন।

সংগৃহীত

আলহামদুলিল্লাহ সকলের কাছ থেকে আমরা এত সাহায্য সহযোগিতা পেয়েছি আমরা এক শতাধিকেরও বেশি হত দরিদ্রদের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ করতে পেরেছিস এটা সকলের ভালোবাসায় সম্ভব হয়েছে।

প্রতিটি প্যাকেজে ছিল, চিড়া, মুড়ি, ছোলা বুট, তেল, চিনি, ট্যাং, খেজুর, আলহামদুলিল্লাহ আমরা সকলের দোয়ায় সুন্দরভাবে পরিবেশন করতে পেরেছি কোন প্রকার ঝামেলা বিহীন

প্রধান পরিচালক গন আর বলেন, আমরা মনে করি আমাদের মত সকলে যদি হতদরিদ্রদের পাশে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেন, তাহলে আমাদের সমাজ হবে একটি সুন্দর সমাজ। তাই সকলের প্রতি আমাদের একটাই আহ্বান থাকবে আমাদের পাশে আসুন আমাদের মাধ্যমে হত দরিদ্রদের সাহায্য সহযোগিতা করুন। অথবা আপনি নিজেও যদি পারেন তাহলেও অসহায়দের পাশে দাঁড়ান ।

ইনসাফ যুব ঐক্য সংগঠন, পূর্ব মহেশপুর, বাকেরগঞ্জ, বরিশাল, বাংলাদেশ।