বরিশাল বাকেরগঞ্জে রাসেল বেপারী স্ত্রীক শারমিন আক্তার (২৮) কে বাদী করে সাজানো এক রেপ কেসের আসামি করেন মোঃ মিরাজ গাজী (৩৩) নামের এক যুবককে।

বাদী মোসাঃ শারমিন আক্তার(২৮) স্বামী রাসেল বেপারী, পিতা মোঃ হাবিব মোল্লা, মাতা মোসাঃ নাসিমা বেগম, স্থায়ী ঠিকানা, গ্রাম পূর্ব মহেশপুর বাংলাবাজার সংলগ্ন, ডাকঘর বড় পুই য়াউটা, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল।
আসামি মোঃ মিরাজ গাজী(৩৩) পিতা বাবুল গাজী, স্থায়ী ঠিকানা পূর্ব মহেশপুর বাংলাবাজার সংলগ্ন, ডাকঘর বড় পুই য়াউটা, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল।
বরিশাল জেলা বাকেরগঞ্জ থানা পূর্ব মহেশপুর নামক গ্রামে এ ঘটনাটি ঘটে ঘটনার তারিখ ১০-৬-২০২৩ রোজ শনিবার।
মামলার এজাহারে বাদী শারমিন আক্তার (২৮) বলেন শনিবার রাত আনুমানিক আট ঘটিকার সময় আমার মেজো ছেলে ও ছোট মেয়েকে আমার শোয়ার রুমে ঘুম পাড়ায় প্রচন্ড গরমে আমি সামনের রুমে দরজা খোলা রাখিয়া খাটের উপর শোয়া অবস্থায় থাকাকালীন
আসামী সামনের দরজা খোলা পাইয়া সামনের রুমে প্রবেশ করিয়া হঠাৎ আমাকে খাটে শোয়া অবস্থায় দেখামাত্র আমাকে ঝাপটাইয়া ধরিয়া ঠোঁটে চুম্বন করিতে থাকিয়া আমার পরনে থাকা মেক্সির ভিতর থেকে ডান হাত ঢুকাইয়া দিয়া দুই স্থানে চাপাচাপি করিয়া আসামির বাম হাত দিয়া পেটিকোট উপরে উঠাইয়া
আমার যৌন পথে আসামির বাম হাত দিয়া নাড়াচাড়া করিয়া আসামির লিঙ্গ আমার যৌনপথে প্রবেশ করার চেষ্টা করিলে
আমি আমার ঠোঁট হইতে আসামির মুখ সজরে ধাক্কা দিয়া সরাইয়া দিয়া ডাক চিৎকার দিলে আমার ডাক চিৎকারের শব্দ শুনিয়া পার্শ্ববর্তী লোকজনসহ সাক্ষীরা আসিয়া পরিলে সাক্ষীদের সামনে দিয়া আসামি দৌড়াইয়া ঘটনাস্থল হইতে পালাইয়া যায়
আমি জোরে ডাক চিৎকার না দিলে এবং পার্শ্ববর্তী লোকজনসহ সাক্ষীরা না আসিয়া পরিলে আসামী আমাকে ধর্ষণ করিয়া খুন যখম করিয়া ফেলিতো পরবর্তীতে আমার শ্বশুর শাশুড়ি ও দেবর সংবাদ পাইয়া বাড়িতে আসিলে আমি তাদেরকে ঘটনার বিষয় বিস্তারিত খুলিয়া বলি। এই কথাগুলো এজাহারে বলা হয়।
এমন একটি মিথ্যা এজাহার দিয়ে বরিশাল দায়রা জর্জ আদালতে একটি মামলা দায়ের করা হয় পরবর্তীতে ঘটনাটি সময়ের আলোকে জানানো হলে সময়ের আলো ঘটনার সততা যাচাই করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়
এবং সময়ের আলো ঘটনার সততা উদঘাটন করে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মানুষ কতটা নিকৃষ্ট এবং কতটা লজ্জাহীন হলে এমন এজাহার দেওয়া সম্ভব হয় সময়ের আলোর মন্তব্য
ঘটনা তদন্তে বেরিয়ে আসে মূল রহস্য। মোঃ হিঙ্গুল মোল্লার ছেলে, মোঃ জয়নাল মোল্লা তার বাবার সম্পত্তি আছে, বাড়ির সংলগ্ন বাংলাবাজার সেই বাজারের ভিতর
জয়নাল মোল্লা তার পৈত্রিক সম্পত্তি থেকে কিছু জমি বিক্রি করেন পাশাপাশি বাড়ি মোঃ লেহাজ উদ্দিন গাজী এর ছেলে মোঃ বাবুল গাজী এর কাছে
এবং এই জমি বিক্রির সাক্ষী মোঃ জয়নাল মোল্লার ছোট ছেলে লিটন মোল্লা এবং সাক্ষী আতাহার মৃধা, ছোট ছেলে লিটন মোল্লার শশুর এবং সাক্ষী দেলোয়ার খলিফা বিহারীপুর বাড়ি ছোট ছেলে লিটন মোল্লার ভায়েরা এবং এই জমির দলিল লেখক মোঃ শাজাহান মাস্টার গ্রাম পূর্ব মহেশপুর পোস্ট অফিস বড় পুই য়াউটা থানা বাকেরগঞ্জ জেলা বরিশাল
জয়নাল মোল্লার বড় ছেলে হাবিব মোল্লার মেয়ে বাদী শারমিন আক্তার তিনি দাবি করেন দাদার সম্পত্তি পাবেন এই দাবিতে লোকজন নিয়ে বাংলাবাজারে জয়নাল মোল্লার বিক্রি করা জমিনে ক্রেতা মোঃ বাবুল গাজীর দোকান ভাঙচুর করেন
তখন বাজারের সবাই তাকে নিষেধ করেন এবং বলেন এই সম্পত্তি তোমার দাদায় বিক্রি করে দিয়েছে এ সম্পত্তিতে তোমার বাবা এবং চাচার কোন দাবি থাকতে পারে না, বাবার জীবদ্দশায় যে সম্পদ বিক্রি করে সে সম্পত্তির উপরে সন্তানের কোন দাবি থাকে না, বিক্রি করার পর সম্পত্তি যা থাকে তাই নিয়ম অনুসারে সন্তানেরা পায় তাই এই জায়গার তোমাদের কোন দাবি নেই বা তোমরা কোনো দাবি করতে পারো না এ জায়গার প্রকৃত মালিক বাবুল গাজী
এই ব্যাপার নিয়ে সালিশ ডাকা হলে ১৩ নং পাদ্রী শিবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ বাবু হাওলাদার তিনি উভয়কে আপোষ করিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু বাদীপক্ষ আপস হইতে রাজি নন
পরে তারা এই ঘটনার জের ধরে বরিশাল দায়রা জর্জ আদালতে একটি মিথ্যা রেপ কেসের মামলা দায়ের করেন ক্রেতা বাবুল গাজীর ছেলে মিরাজ গাজীর নামে এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন, এই মিথ্যা মামলার প্রধান বুদ্ধিদাতা আবুদাবী প্রবাসী মোহাম্মদ আবুল খায়ের নিচে তার ফেসবুক লিংক দেওয়া হল
https://www.facebook.com/abul.khairiab.39?mibextid=ZbWKwL
গ্রাম কাফিলা রাসেল বেপারির ভায়রা, প্রমাণ পাওয়া যায় বাদীর স্বামী মোঃ রাসেল বেপারীর কল রেকর্ড থেকে নিচে দেওয়া হল।
বাদী শারমিন আক্তারের স্বামী রাসেল ব্যাপারীর ফেসবুক লিংক
https://www.facebook.com/profile.php?id=100080562851570&mibextid=ZbWKwL

জমি গৃহিতা মোঃ বাবুল গাজীর দাবি আমি জমি ক্রয় করেছি তার দাদা জয়নাল মোল্লার কাছ থেকে জয়নাল মোল্লা তার ছেলেদেরকে জানাবে না, না জানাবে সেটা তার ব্যাপার আমি কেন তাদের হয়রানির শিকার হব। আমার ছেলে এই ঘটনা ঘটায়নি কেন আমার ছেলের নামে এই মিথ্যা মামলা দায়ের করা হলো এই বলে সকলের কাছে তিনি সুষ্ঠু সমাধানের দাবি করেন।


