ইসরাইলি বাধা উপেক্ষা করে জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদ আল আকসায় এক লাখ ৪০ হাজার মুসল্লি একসঙ্গে তারাবির নামাজ আদায় করেছেন।
জেরুজালেম ইসলামিক ফাউন্ডেশন বিভাগ এ তথ্য দিয়েছে। খবর ইয়েনি সাফাকের।
উল্লেখ্য, ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে গত মঙ্গল ও বুধবার টানা দুদিন মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ।
আল আকসায় হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে মুসল্লিদের নামাজে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরাইলের নেই বলেও জানিয়েছে দেশটি।
আল আকসা মসজিদে হামলার ঘটনায় ইসরাইলি কর্মকাণ্ডের নিন্দা করেছেন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। একই সঙ্গে ইসরাইলের নিন্দা জানিয়েছে আরব লিগ ও ওআইসিও।
সৌদি আরবে অবস্থানরত প্রায় তিন লাখ রোহিঙ্গাকে (মিয়ানমারের নাগরিক) পাসপোর্ট প্রদান বা নবায়নের সুযোগ দিতে অনুরোধ জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রীর নেতৃত্বে আসা প্রতিনিধি দল। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের আইন অনুযায়ী এনআইডিসহ যা যা লাগবে সেগুলো দেখিয়ে যারা পাসপোর্ট পাওয়া ও নবায়নের যোগ্য তাদেরকে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রীর নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সৌদি আরবে রোহিঙ্গা নাগরিকরা তিন প্রজন্ম ধরে অবস্থান করছেন। পাকিস্তান আমল থেকে তারা সেখানে আছেন। বাংলাদেশ থেকে যেসব রোহিঙ্গা নাগরিক নিজেদের ‘ম্যাকানিজমে’ বিশেষ বিবেচনায় গিয়েছিলেন তাদের বিষয়ে কী করা যায় সেটা খতিয়ে দেখা হবে। একইসঙ্গে রোহিঙ্গা নাগরিকদের তাদের দেশে (মিয়ানমার) ফেরত পাঠানোর বিষয়টি আরও জোরদার করতে সৌদি আরবের সহযোগিতা চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদান বাড়াতে ‘নিরাপত্তা সহযোগিতা’ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে বৈঠকে ‘রোড টু মক্কা’ নামে দুটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও সাইবার সিকিউরিটি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথভাবে দুই দেশ কিভাবে কাজ করতে পারে সেটি নিয়েও আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি প্রতিনিধি দল তাদের দেশে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানোর ওপর জোর দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে শ্রমিকদের দক্ষ করে তুলতে বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলেছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা ব্যবস্থা সহজ করার অনুরোধ জানিয়েছেন। বর্তমানে সৌদি আরবে প্রায় ২৭ লাখ ৬০ জন বাংলাদেশি নাগরিক চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন পেশায় কাজ করছেন ও অবস্থান করছেন।
গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকায় ছয় বছরের এক শিশুকে বুকে লাথি মারেন গাড়ি চালক। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায় অবুঝ ছেলেটি। অমানবিক এই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। অভিযুক্ত গাড়িচালকের যথাযথ শাস্তি দাবি করেছেন অনেকে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়। এরই মধ্যে ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি ছোট ছেলে ব্যস্ত রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এ সময় চালক গাড়ি থেকে বের হয়ে আসেন। কয়েক সেকেন্ড পরেই ওই ব্যক্তি শিশুটির বুকে লাখি মারেন। এরপর তিনি তার গাড়ির ভেতর ফিরে যান।
ভিডিওতে আরও দেখা যায়, শিশুটিকে লাথি মারতে দেখে পাশে আরও কয়েকটি গাড়ি দাঁড়িয়ে পড়ে। আশপাশের লোকজনও ঘটনাস্থলে জড়ো হন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শিহশাদ। সে থালাসেরির পোন্ন্যমপালাম এলাকার বাসিন্দা। আর শিশুটি রাজস্থানের একটি পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তান।
গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঘটনার পর স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি পুলিশকে জানান প্রত্যক্ষদর্শী এক তরুণ আইনজীবী। ঘটনাস্থলে ছুটে আসে পোন্ন্যমপালাম থানার পুলিশ। থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্ত শিহশাদকে। কিন্তু তাকে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। কেরালা পুলিশের এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হন তারা। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পাশাপাশি সংবাদমাধ্যমগুলোতে সম্প্রচারের পর নড়েচেড়ে বসে পুলিশ। এরপর শুক্রবার সকালে অভিযুক্ত শিহশাদকে পুলিশ ফের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১২:৩৩ এএম | অনলাইন সংস্করণ
সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির তিনটি অঞ্চলে গতকাল সোমবার (১৭ অক্টোবর) সকালে কয়েকটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া শত শত স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, রুশ বাহিনী কিয়েভে ইরানি ‘কামিকাজ’ ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন। কিয়েভে থাকা মার্কিন দূতাবাস এসব হামলার নিন্দা জানিয়ে তারা ইউক্রেনের জনগণের পাশে আছে বলে টুইট করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, তারা ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে বলেন, ‘শেভচেনকিভস্কি এলাকায় সোমবার সকালে দফায় দফায় ড্রোন হামলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজন ধ্বংসস্তূপের নিচেই আটকে পড়ে আছেন।
তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এলাকাটি বিস্ফোরণে কেঁপে উঠল। এসব বিস্ফোরণে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।’
এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমহাল জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের তিনটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে শত শত শহর ও গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাশিয়া ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। রাশিয়াকে এসব ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে ইরান। তবে এ ব্যাপারে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে ইইউ : ইউক্রেনের অন্তত ১৫ হাজার সেনাসদস্যকে প্রশিক্ষণ দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী মাস থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে।
লুক্সেমবার্গে স্থানীয় সময় সোমবার ইইউভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে ইউক্রেনকে আরও পাঁচ কোটি ইউরোর সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা আসতে পারে এ বৈঠক থেকে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা ইরান ইস্যুতে আলোচনা করতে পারেন। সেখানে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আসতে পারে। ইরানে চলমান বিক্ষোভে কর্তৃপক্ষের সহিংস পদক্ষের প্রেক্ষাপটে এ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। একই সঙ্গে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে নতুন করে আলোচনা করা হবে।
পাকিস্তানে উপ নির্বাচনের ভোট এক সাথে ৮ আসনের মধ্যে ৬টিতে জয় লাভ করেন ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিপরীতে দু’টি আসনে জয় লাভ করেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ খবর হিন্দুস্তান টাইমস।পিটিআই পাকিস্তান এনএ-তে সাতটি এবং পিএ-তে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে।
রবিবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ সামগ্রিকভাবে মসৃণ হলেও পরে খাইবার পাখতুনখোয়ায় পিটিআই এবং আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় সংবাদ মাধ্যম ডন। পিটিআই’য়ের দাবি করাচিতে দলটির আইনপ্রণেতাকে আক্রমণ করা হয়েছে। এছাড়াও করাচির একজন পোলিং কর্মকর্তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে পিটিআই।
প্রসঙ্গত, এপ্রিলে পাকিস্তানের ইতিহাসে এই প্রথম ইমরান খানকে প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে। জাতীয় পরিষদের ৩৪২জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দেন।
আন্তর্জাতিক ডেস্ক, ভারতের কর্ণাটকের একটি কলেজের হিজাব পরহিত ছাত্রী মুসকানকে গেরুয়া ওড়না পরা একদল তরুণেরর বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।
মঙ্গলবারের এ ঘটনা প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুসকান বলেন, তিনি ওই তরুণদের সামনে প্রতিবাদ করার সময় উদ্বিগ্ন ছিলেন না এবং তিনি তার হিজাব পরার অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাবেন।
মুসকানের ওই মোকাবিলা করার ঘটনা ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মান্ডিয়া কলেজে এক দল গেরুয়া ওড়না পরা তরুণরা স্লোগান ও চিৎকারের মুখে পড়েন মুসকান, কিন্তু তিনি তাদের রুখে দাঁড়ান।
ওই তরুণরা যখন ‘জয় শ্রী রাম’স্লোগান দিয়ে তার দিকে এগিয়ে আসছিলেন, মুসকানও পাল্টা ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দেন। তারা যখন মুসকানের পিছু পিছু আসছিল তখনও মুসকান ‘আল্লাহু আকবার’… ‘আল্লাহু আকবার’ বলছিলেন। এক পর্যায়ে ওই কলেজের কর্মকর্তারা তাকে তরুণদের কাছ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
মুসকান এনডিটিভিকে বলেন, আমি উদ্বিগ্ন ছিলাম না। যখন আমি কলেজে যাই, তারা আমাকে ঢুকতে দিতে চাচ্ছিলেন না শুধু বোরকা পরে থাকার কারণে। তারা জয় শ্রী রাম বলে চিৎকার করছিলেন, তাই আমিও আল্লাহু আকবার বলে চিৎকার করছিলাম। অধ্যক্ষ ও প্রভাষকরা আমাকে সমর্থন করেছিলেন এবং আমাকে রক্ষা করেছিলেন।
তিনি বলেন, ওই দলের মাত্র ১০ শতাংশ ছিল কলেজের ছাত্র এবং বাকিরা ছিল বহিরাগত। আমাদের অগ্রাধিকার আমাদের শিক্ষা। তারা আমাদের শিক্ষা পরিবেশকে নষ্ট করছে।
কর্ণাটকের কলেজগুলোতে হিজাব পরা শিক্ষার্থী ও গেরুয়া ওড়না পরা তরুণদের মধ্যে বিক্ষোভ ক্রমশ বাড়ছে।
জানুয়ারির শেষের দিকে উদুপি সরকারি মহিলা কলেজে যখন ছয় ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন, তখন থেকে এই বিক্ষোভের সূত্রপাত।
মুসকান বলেন, এটি গত সপ্তাহে শুরু হয়। আমরা সব সময় বোরকা ও হিজাব পরতে অভ্যস্ত। আমি ক্লাসে হিজাব পরতাম এবং বোরকা খুলে ফেলতাম। হিজাব আমাদের অংশ। অধ্যক্ষ এ নিয়ে কখনও কিছু বলেননি। বহিরাগতরা এটি শুরু করেছে। অধ্যক্ষ আমাদের বোরকা না পরতে পরামর্শ দিয়েছেন। আমরা হিজাবের জন্য বিক্ষোভ চালিয়ে যাব। এটি মুসলিম মেয়ে হওয়ার একটা অংশ মাত্র। বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্রী জানান, তার হিন্দু বন্ধুরা তাকে সমর্থন করেছে।
তিনি বলেন, আমি নিরাপদ বোধ করছি। সকাল থেকে সবাই বলছে, আমরা আপনাদের সাথে আছি। কর্ণাটকে তিন দিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার
মিসরে ট্রেন লাইচ্যুত হয়ে নিহত কমপক্ষে ১১; আহত ৯৮
এপ্রিল ১৯: গতকাল (রোববার) সন্ধ্যায় মিসরের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে ১১ জন নিহত ও ৯৮ জন আহত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
প্রাপ্ত তথ্যানুসারে, যাত্রীবাহী ট্রেনটি রাজধানী কায়রো থেকে উত্তরাঞ্চলীয় শহর মানজুরা যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটির ৪টি বগি লাইনচ্যুত হয়।
উদ্ধারকাজে অংশ নিতে ৬০টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়।