Category: বিনোদন
ওমর সানি বললেন পতিতা নাকি মডেলিং

প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৭ পিএম। অনলাইন সংস্করণ
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। মৌসুমী, শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার
দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। এখন খুব বেশি অভিনয় না করলেও চলচ্চিত্রের বিভিন্ন
সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
জনপ্রিয় এই অভিনেতা ফেসবুকেও বেশ সরব। ওমর সানি তার ফেসবুক অ্যাকাউন্টে আক্ষেপ করে লিখেছেন—‘আজব এক দেশ বাংলাদেশ, বেশ্যাকে বলে মডেল, জুয়াকে বলে ক্যাসিনো, ঘুষকে বলে সেলামি, সুদ হলো ইন্টারেস্ট, সন্ত্রাসী হলো বড় ভাই।
ওমর সানি দেখতে দেখতে ক্যারিয়ারের ৩০টি বসন্ত পার করেছেন। ‘লাট সাহেবের মেয়ে’, ‘দোলা’, ‘কে অপরাধী’, ‘গরীবের রানী’, ‘হারানো প্রেম’সহ বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।
অভিনয়ে এখন আর আগের মতো নিয়মিত নন ওমর সানি। মাঝেমধ্যে তার দেখা মেলে রুপালি পর্দায়। স্ত্রী প্রিয়দর্শিনী মৌসুমী ও পুত্র-কন্যা নিয়ে সুখের সংসারেই কেটে যাচ্ছে তার দিন।
যৌনপল্লীতে চলচ্চিত্র নায়িকা নিপুন রায়

প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭ এ এম। অনলাইন সংস্করণ
সিনেমায় নিপুণ যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছেন। আর শুটিং হয় একটি যৌ.নপ.ল্লিতে। সেখানে থাকাকালীন নিপুণের কস্টিউম আসল যৌ.নক.র্মীদের মতোই ছিল। এ কারণে সেখানকার কাস্টমাররা (খদ্দেররা) নিপুণকে সত্যিকারের যৌ.নক.র্মী ভেবেছিলেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এফডিসিতে ‘বীরত্ব’ সিনেমার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চিত্রনায়ক ইমন।
অনুষ্ঠানে চিত্রনায়ক মামনুন ইমন ‘বীরত্ব’ সিনেমার বিষয়ে কথা বলেন। সিনেমায় নিপুণের চরিত্রের বিষয়ে ইমন জানান, একজন সুন্দরী মেয়ে নিপুণ। তাকে সবাই কাছে পেতে চায়। শুটিংয়ের সময় ওই জায়গায় (প.তিতা.লয়) অনেক মেয়ে ছিল। সাথে নিপুণও ছিল; আর তার সাজসজ্জা ছিল তা দেখেই সেখানে কিছু কাস্টমার এসে আলাপ শুরু করে দিয়েছিল।
রিয়ালিস্টিক মনে হয়েছে। আমরা আমাদের সব্বোর্চ দিয়ে চেষ্টা করেছি। আর এ সিনেমায় আমি একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছি।
বীরত্ব’ সিনেমায় নিপুণ ও ইমন ছাড়াও অভিনয় করেছেন নবাগতা সালওয়া, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পি সরকার অপু প্রমুখ।
অমিত হাসান হিরো আলম ও মুক্তি একই টেবিলে

প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ এ এম। অনলাইন সংস্করণ
জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অ’ভিনেত্রী আনোয়ারার মে’য়ে মুক্তির আমন্ত্রণে একটি সংলাপে অংশ নিয়েছিলেন আলম।
এখানে আরো অ’তিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অমিত হাসান। অনুষ্ঠান শেষে নিজেদের মধ্যে আলাপ-এর এক পর্যায়ে অমিত হাসান হিরো আলমের মা’থায় হাত রেখে আশির্বাদ করেন।
মূলত মুক্তি ও রোমান মিলে একটি ট’কশোর আয়োজন পরিচালনা করেন। এই ট’কশোতে হিরো আলম ও অমিত হাসানকে অ’তিথি করা হয়।
এ বিষয়ে হিরো আলম কালের কণ্ঠকে বলেন, ‘আমাকে মুক্তি আপা একটি সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। সেখানে আমা’র প্রিয় অ’ভিনেতা অমিত হাসান ভাই ছিলেন। তিনি আমাকে আশির্বাদ করেছেন। মুক্তি আপা আমাকে যে সম্মান দেখিয়েছেন- আমি কৃতজ্ঞ।
জানা গেছে, শিগগির অনুষ্ঠানটি মুক্তির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
এক দেশের গালি হয়ে যদি অন্য দেশের বুলি

অভিনেত্রী শবনম ফারিয়া চাকরি নিয়েছেন।
প্রকাশিত: বৃহ:পতিবার, ৩ জুন ২০২১,১০:৫ পিএম। অনলাইন সংস্করন

অনলাইন ডেস্ক দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। মডেল হিসেবে যাত্রা করে শোবিজে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন একজন অভিনেত্রী হিসেবে। নিয়মিতই কাজ করেন নাটক-টেলিছবিতে। দেখা মিলেছে তার সিনেমাতেও। ‘দেবী’ সিনেমায় নীলু চরিত্রে অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন তিনি।
এই তারকা এবার চাকরি নিয়েছেন। নিজেই ফেসবুকে তথ্যটি ভাগাভাগি করেছেন তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শবনম ফারিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন এই অভিনেত্রী।
গণমাধ্যমে শবনম ফারিয়া জানান, গেল ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তার মন্তব্য, ‘চাকরি এবং অভিনয় দুটোই চলবে। নতুন চাকরিতে হোম অফিস ৩ দিন করে। অফিসে যেতে হবে ৩ দিন। আশা করছি নতুন এই দায়িত্ব উপভোগ্য হবে।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মডেলিং ক্যারিয়ারে আলো ছড়ানো শবনম ফারিয়ার নাটকে অভিষেক ঘটে ২০১৩ সালে আলদান আল রাজীবের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে।
২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ চলচিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষিক্ত হন।



