শোক সংবাদ

সাংগঠনিক সম্পাদক রাজু মল্লিক এর মায়ের মৃত্যু

প্রকাশিত: মঙ্গলবার,৮ই মার্চ ২০২২, ১০:৫৫ এএম। অনলাইন সংস্করণ

শোক সংবাদ

পূর্ব মহেশপুর ঐক্য সংগঠন এর সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ রাজিব হসেন (রাজু মল্লিক) এর মা মোসাম্মৎ খাদিজা বেগম (৫০) আজ মঙ্গলবার ভোর পাঁচটা পনেরো মিনিটের দিকে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বরিশাল,বাকেরগঞ্জ থানার ১৩ নং পাদ্রিশিবপুর ইউনিয়ন এর অন্তর্গত ২ নং ওয়ার্ড পূর্ব মহেশপুর গ্রামের নির্বাসী, স্বামী মোঃ শাহাদত মল্লিক এর বাড়িতে তাহার মৃত্যু হয়, মৃত্যুর সময় (খাদিজার) বয়স ছিল প্রায় ( ৫০) বছরের মত।

মৃত্যু ( খাদিজা) এর ছেলে মোহাম্মদ রাজিব হসেন (রাজু মল্লিক) উনি আমাদেরকে জানান গতকাল সোমবার সকাল বেলা উনার মা খাদিজা বলেন বাবা আমার শরীরটা ভাল না, রাজু মল্লিক উনার মায়ের শরীরে হাত দিয়ে দেখেন শরীর টা একটু গরম একটু জ্বর জ্বর ভাব,

ছেলে রাজু বলেন মা আপনার শরীরটা তো গরম জ্বর জ্বর ভাব আপনি একটু রেস্টে থাকেন কোন কাজকর্ম করার দরকার নেই ছোট বোন মরিয়ম ও সব করতে পারবে আপনি রেস্টে থাকেন

এই বলে রাজু আবার কাজ কর্মের দিকে চলে যান এবং যাবার সময় পাশের ঘরে দাদিকে বলে যান দাদি আমার মায়ের শরীরটা ভালোনা শরীরে জ্বর আছে একটু খেয়াল রাখেন

সন্ধ্যাবেলা কাজের শেষে রাজু বাড়িতে এসে দেখেন উনার মায়ের শরীরে জ্বর আরো বেশি পরে উনি দোকানে গিয়ে রাতের বেলা আপেল এবং কমলা এনে অনার আমাকে খাওয়ান

খাওয়ানোর পরে মা খাদিজা বলেন বাবা আমার শরীরটা এখন মোটামুটি ভালই লাগে পরে রাতে ছোট মেয়ে মরিয়ম কে সাথে নিয়ে একই বিছানায় ঘুমানো

প্রত্যেকদিন গভীররাতে তাহাজ্জত পড়তে উঠেন এবং ফজরের নামাজ পড়ে জিকির-আজগার করে তারপরে ঘুমান কিন্তু প্রতিদিনের মতো উনি আজ ওঠেননি উনার বোন সকালবেলা উঠে ভাই রাজু মল্লিক কে ডাক দিয়েছেন

ডেকে বলেন ভাইয়া আম্মু তো ওঠেনা এবং নড়াচড়াও করেনা রাজু মল্লিক তড়িঘড়ি করে এসে দেখেন মায়ের শরীর গরম উনি মামা বলে ডাকেন কোন সাড়া দেয় না তাৎক্ষণিক ডাক্তার নিয়ে আসেন

ডাক্তার এসে দেখে বলেন তোমার মা আর দুনিয়াতে নেই তিনি তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন এই বলে ডাক্তার মাথায় হাত বুলিয়ে সান্তনা দিয়ে ডাক্তার চলে গেলেন

মোঃ রাজিব হোসেন রাজু মল্লিক “পূর্ব মহেশপুর ঐক্য সংগঠন” নামের একটি সংগঠন পরিচালনা করেন এই সংগঠনের মূল কাজ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো।

এই সংগঠন পরিচালনা করে গ্রামের সকল স্তরের মানুষের কাছে থেকে অনেক সুনাম অর্জন করেছেন মোঃ রাজিব হোসেন রাজু এবং গত ৫ ই মার্চ রোজ শনিবার, উপজেলা বাকেরগঞ্জে অডিটোরিয়ামে “বেঙ্গল ইউথ ফাউন্ডেশন” নামে একটি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে

রাজু মল্লিক এর “পূর্ব মহেশপুর ঐক্য সংগঠন” কে আমন্ত্রণ করা হয়, উক্ত অনুষ্ঠানে বাকেরগঞ্জের পৌরসভার মেয়র মোহাম্মদ লোকমান হোসেন ডাকুয়া উপস্থিত ছিলেন, এবং উক্ত অনুষ্ঠানে পূর্ব মহেশপুর ও সংগঠন, মেয়র মোহাম্মদ লোকমান হোসেন ডাকুয়া ফুলের শুভেচ্ছা জানান

এবং সেখানে “পূর্ব মহেশপুর ঐক্য সংগঠন” এর কিছু কার্যকলাপ রিভিউ করা হয় সংগঠনের কর্মকান্ড দেখে বাকেরগঞ্জের মেয়র লোকমান হোসেন ডাকুয়া খুবই কৃতজ্ঞ হন এবং খুবই আনন্দিত হন

উক্ত অনুষ্ঠানে মেয়র মোহাম্মদ লোকমান হোসেন ডাকুয়া বক্তৃতাকালে আশ্বাস দেন ভবিষ্যতে কোনো কর্মকাণ্ডের যদি কোন সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন।

সমাজসেবার এসব কাজ নিয়ে সবসময় ব্যস্ত হঠাৎ করে তাহার মায়ের মৃত্যুতে তাহার সংগঠনের সকল সদস্যবৃন্দ খুবই মর্মাহত এবং খুবই শোকাহত এবং সংগঠনের সকল স্তরের মানুষের ভিতরে নেমে এসেছে শোকের ছায়া।

আমরা মোঃ রাজিব হোসেন রাজু মল্লিক এর মায়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাহার সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

শোক সংবাদ

এক নবজাতকের নির্মম পৃথিবীর ঘটনা

প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২,০৫:৪৫ পি এম। অনলাইন সংস্করণ

এই শিশুটিকে জানালা বা বারান্দা এমন কোন জায়গা থেকে রাতের আঁধারে ফেলে দেওয়া হয়।ফেলে দেয়ার আগে এক হাত মুছড়ে ভেঙ্গে দেওয়া হয়!! যায়গাটা ছিল উক্ত বিল্ডিং এর পেছন সাইড।দুই বিল্ডিং এর মাঝের চিপা। উপর থেকে ছুড়ে ফেলায় ফ্রাকচার হয়ে যায়!এক পা ভেঙ্গে যায়!! বগলে ও পায়ের ফাঁকে রক্ত জমাট বাঁধে, তার উপর রাতে বৃষ্টি হওয়ায় সারা রাত ভেজা স্যাঁতস্যাঁতে, অন্ধকার চিপায় পরে থাকে আর স্বশব্দে কাঁদতে থাকে!

গভীর রাত হওয়ায় অনেকেই নবজাতক বাচ্চার বিরতিহীন কান্নার আওয়াজ শুনতে পায়।কিন্তুু ঘুর্ণাক্ষরেও ভাবতে পারেনি এই কান্না, নিচে পড়ে থাকা কোন নিষ্পাপ মানবশিশুর বাঁচার আর্তনাদ!!মানবতার পরাজয়!

ভোরের দিকে যখন অধম মায়ের নির্মমতার শিকার বাচ্চাটির কান্নার শেষ শক্তিটুকুও নিঃশেষ হয়ে যায় তখন কাগজ টোকাতে আসা এক মহিলা চিপায় ঢোকে জিনিস টোকাতে গিয়ে টিপটিপ বৃষ্টির পানিতে ভিজতে থাকা নিথর ছোট্ট দেহটি দেখতে পায়!
দূর থেকে পুতুল ভেবে তুলতে যেতেই, পুতুলটি নড়ে ওঠে!!

গোঙ্গানোর মত মৃদু আওয়াজে মানব পুতুলটি যেনো বুঝিয়ে দেয়—-,, পৃথিবীতে এসে চোখ খুলতেই গর্ভধারিনী মায়ের থেকে এমন নিষ্ঠুরতা, হাত ভেঙ্গে দেওয়া,অত উপড় থেকে ছুড়ে ফেলা, যখম নিয়ে বৃষ্টিতে ভিজতে থাকা ,ঠাণ্ডা-অন্ধকার মেঝেতে খালি গায়ে, নার না কেটেই সারা রাত সমস্ত শক্তিতে চিৎকার করে কাঁদার পরও,বাকরুদ্ধ হীমশীতল দেহে এখনও প্রাণ আছে!!!!

পরে এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্হায় মেয়ে শিশুটি ভয়ার্ত চোখে চারপাশে তাকাতে থাকে!! হাসপাতালে ১দিনের সংগ্রাম শেষে চরম নিষ্ঠুরতার তিক্ততা নিয়ে,,মৃত্যু যন্ত্রনা ভোগ করা শিশুটি মৃত্যুর কোলেই ঘুমিয়ে পরে!

বলার কোন ভাষা নাই!

(সংগৃহীত)

খবর, শোক সংবাদ

লাশবাহী গাড়ি সঙ্গে সংঘর্ষে লাশ হলেন যুবক

প্রকাশিত: সোমবার,২২ নভেম্বর ২০২১, ২: ৫৮ পিএম। অনলাইন সংস্করণ

নাটোরের সিংড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রনি আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (২২ নভেম্বর) সকাল ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি সিংড়া পৌর শহরের নিংগইন এলাকার হেলাল উদ্দিনের ছেলে ও শেরকোল এস আর ফিলিং স্টেশনের কর্মচারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টার দিকে বগুড়া মেডিকেল থেকে পাবনার ঈশ্বরদী উপজেলায় যাচ্ছিল একটি লাশবাহী অ্যাম্বুলেন্স। ফিলিং স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন রনি আহমেদ। শেরকোল আইসিটি পার্ক এলাকায় এসে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রনি।

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবাহী ট্রাকের সঙ্গেও ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সের। এতে সর্বমোট ৫ জন আহত হন। পরে থানা ও হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং আহতদের আশঙ্কাজনক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। তার লাশ মর্গে রয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর, শোক সংবাদ

বাকেরগঞ্জ থানার সামনে ঝুলন্ত যুবকের লাশ

প্রকাশিত: সোমবার,১২ জুলাই ২০২১,০৩:২০ পিএম। অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জ থানার সামনে মিনিস্টার হিস্ট্রি সপে যুবকের ঝুলন্ত লাশ,

বাকেরগঞ্জ থানার সামনে মিনিস্টার হিস্ট্রি সপে রাকিবুল ইসলাম (২৫) পিতা জানে আলম নামে বরিশাল ভাটিখানা নিবাসী এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

নিহত যুবক একই দোকানের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুর আগে দোকান মালিক সাজ্জাদ হোসেনকে ভাই সম্মোধন করে একটা চিরকুট লিখে রেখে যান।

সেখানে পরিবারিক অসন্তোষের বিষয় টি উল্লেখ করে সবার নিকট ক্ষমা চেয়েছেন। নিহতের লাশটি দুপুর ১২ টার দিকে থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল প্রেরণ করেন।

এ বিষয় সত্যতা নিশ্চিত করে ওসি আলাউদ্দিন মিলন জানান বিষয় টি কি ঘটছে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তবে নিহতের শরীরে অন্য কোনো আহতদের চিহ্ন পাওয়া যায়নি।

এ ব্যাপারে মিনিস্টার শোরুমের ম্যানেজার সাজ্জাদ জানান, কয়েক মাস আগে আকাশ তাদের এখানে সেলসম্যান হিসেবে কাজ শুরু করে। সোমবার সকালে তিনি দোকানে এসে দেখেন, ভেতর থেকে সাটার বন্ধ। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বা‌কেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন ব‌লেন, আকাশ শোরুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ক‌রেছে। দোকানের ভেতরে তার লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে পরিবারিক কোলহের জেরে এমন ঘটনার সূত্র, তারপর ও বিষয় টি গুরুত্বর বিবেচনা করে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খবর, শোক সংবাদ

পা পিছলে নদীতে পড়ে পুলিশের (এসআই) কর্মকর্তার মৃত্যু।

প্রকাশিত: রবিবার,৬ জুন ২০২১,০৬:২০ পিএম, অনলাইন সংস্করণ

 রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রোববার (০৬ জুন) সকালে সদরঘাট টার্মিনালের ৮ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা নাম শাওলিন আকিব (২৮)। তিনি যাত্রাবাড়ির কাজীরগাও এলাকার বাসিন্দা ছিলেন।

অনলাইন ডেস্ক :: রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রোববার (০৬ জুন) সকালে সদরঘাট টার্মিনালের ৮ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা নাম শাওলিন আকিব (২৮)। তিনি যাত্রাবাড়ির কাজীরগাও এলাকার বাসিন্দা ছিলেন।

সদরঘাট নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদ সাংবাদিকদের জানান, নিহত শাওলিন আকিব ঢাকা জেলা এসবিতে কর্মরত ছিলেন। বরিশাল থেকে লঞ্চে করে আসা তার আত্মীয়কে রিসিভ করতে আজ সকালে তিনি সদরঘাটে যান। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পন্টুন পিচ্ছিল ছিল। পন্টুনে গেলে অসতর্কতাবশত পা পিছলে নদীতে পড়ে যান আকিব।

নদীতে পড়ে গেলে আকিবের মাথার পেছনে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন। পরে তার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

শোক সংবাদ

একই রশিতে প্রেমিক প্রেমিকার লাশ

প্রকাশিত: শনিবার, ৫ জুন ২০২১, ০৯:৪৫ পিএম, অনলাইন সংস্করন

পটুয়াখালীতে একই রশিতে গলায় ফাঁস দিয়ে সোহেল (১৯) এবং নাসরিন আক্তার (১৩) নামের দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শনিবার (৫ জুন) সকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়ির গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত প্রেমিক সোহেল বিরজলা গ্রামের মজিবর রহমানের ছেলে। সে একাদশ শ্রেণির ছাত্র। মৃত নাসরিন একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে। সে অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। পুলিশ ধারণা করছে, ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বরিশালটাইমসকে জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিক নিশ্চিত কিছু বলতে না পারলেও স্থানীয়রা বলছে, সম্ভবত তাদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবার জেনেছে, কিন্তু মেনে নেয়নি। এই কারণে তারা আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।’

শোক সংবাদ

করোনায় মৃত পুলিশের পরিবার পেল সরকারি ঘর

প্রকাশিতঃ শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১, ১১:৪২ এ এম। অনলাইন সংস্করন

বেতাগীতে করোনায় মৃত এএসআই খালেকের পরিবার পেল ঘর

এএসআই খালেকে ১৬ বছর চাকরি পুলিশে। এরপরও দালান বা পাকা বাড়ি দূরের কথা, পুরোনো বাড়িঘর মজবুত করে মেরামতই করতে পারেননি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খালেক (৩৬)। ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত এই পুলিশ কর্মকর্তা ২০২০ সালের ৩০ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জেলা পুলিশের সদস্যরা বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে তাঁর গ্রামের বাড়িতে লাশ দাফন করতে গিয়ে দেখেন, এই এএসআইয়ের পরিবারের করুণ অবস্থা। ১৬ বছর পুলিশের চাকরিজীবনে বসবাসযোগ্য একটি ঘরও নির্মাণ করতে পারেননি আব্দুল খালেক। এমতবস্থায় তার হঠাৎ মৃত্যুতে তিন সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন অন্ত:সত্ত্বা স্ত্রী ফাতিমা বেগম।

এ মানবেতর পরিস্থিতি জানার পর বরগুনার তৎকালীন পুলিশ সুপার মো. মারুফ হোসেন নিহত এএসআই খালেকের পরিবারের জন্য একটা ছোট বাড়ি নির্মাণ করে দেওয়ার কথা দেন। সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে খালেকের পরিবারের। বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে বাংলাদেশ পুলিশের উদ্যোগে  খালেকের পরিবারকে দুই কক্ষবিশিষ্ট একটি পাকাবাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু খালেকের পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন।

জানা যায়, আব্দুল খালেক ২০০৪ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে পদোন্নতি পান। চাকরি পাওয়ার আগে নিজ এলাকার একটি মসজিদের ইমামের দায়িত্ব পালন করতেন তিনি। চাকরি জীবনেও বিভিন্ন স্থানে কর্মরত অবস্থায় তিনি ইমামের দায়িত্ব পালন করেছেন। দরিদ্র পরিবারের সন্তান আব্দুল খালেক চাকরিও করতেন স্বল্প বেতনে। তাই স্ত্রী-সন্তান নিয়ে মাথা গোঁজার জন্য একটি ঘরও বানিয়ে যেতে পারেননি তিনি।

নিহত এএসআই আব্দুল খালেকের স্ত্রী ফাতিমা বেগম বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়ি। এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশ পুলিশ উদ্যোগ নেওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত অবস্থায় আব্দুল খালেক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তাঁর পরিবার। তাঁদের বাসযোগ্য ভালো বাড়িও ছিল না। তাঁদের এই দুরবস্থা দেখে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দুই কক্ষবিশিষ্ট একটি পাকাবাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।

শোক সংবাদ

এডভোকেট আব্দুল মতিন খসরু (এম পি) আর নেই

প্রকাশিত: বুধবার, ১৪ এপ্রিল ২০২১,০৮:২০ পিএম। অনলাইন সংস্করণ

সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি,

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরু (এম পি) ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যা মামলার সাবেক ডেপুটি এটর্নি, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ,

বাংলাদেশ সরকারের সাবেক আইনমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু অদ্য বিকাল ৪.৫০ মিনিটে করোনা আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।

উনি ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা মার্কায় নির্বাচন করে পাচঁবার ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালের, জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

খবর, শোক সংবাদ

রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দুইজন দগ্ধ

প্রকাশিত: সোমবার, ১২ এপ্রিল ২০২১, ১০:১২ এএম। অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে একটি আবাসিক ভবনের আট তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

রোববার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় শহরের চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোডে জি এম গার্ডেন নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন, বাড়ির নিরাপত্তারক্ষী উজ্জ্বল ও মানিক। তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, জি এম গার্ডেনের আটতলায় কমিউনিটি সেন্টারের আদলে কয়েকটি কক্ষ রয়েছে। ভবনের কোনো অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো।

বিজ্ঞাপন

ভবনের নিরাপত্তারক্ষী মোহাম্মদ আলী জানান, আটতলার গ্যাসের লাইনে সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে সেটা মেরামত করে। একপর্যায়ে দুই নিরাপত্তারক্ষী নিচে নেমে যান। তখন রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল।

পরে আবার দুইজন সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিজ্ঞাপন

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানান, আহত দুজনকেই ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ভবনের ছাদের একটি কক্ষে গ্যাসের সংযোগ ছিল। কোনো অনুষ্ঠান থাকলে সেখানে রান্না করা হতো। কোনো কারণে গ্যাসের লাইনটি চালু থাকায় গ্যাস বের হয়ে কক্ষে জমে যায়।

তিনি আরও বলেন, কক্ষে সিগারেটের অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দাহ্য কিছু জ্বালানোর কারণেই এ বিস্ফোরণ ঘটেছে। এতে দুজন দগ্ধ হয়েছেন।