সড়ক দুর্ঘটনা

বরিশাল বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

সংগৃহীত

বাকেরগঞ্জে পূর্ব মহেশপুর হাসান নগর এলাকার এক বাসিন্দা গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করেন

বাকেরগঞ্জ প্রতিনিধি

১৪ নং নিয়ামতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কৃঞ্চনগর (হাসান নগর) এর বাসিন্দা আঃ রহমান

সংগৃহীত

ঘটনা সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল ১০ ঘটিকার দিকে মোঃ আঃ রহমান (৫০) তিনি সংসারের তাগিদে দিনমজুরের কাজে বেরিয়ে পড়েন।

তার এলাকাতেই বাড়ির পাশে পূর্ব মহেশপুরের সাবেক মেম্বার মোহাম্মদ মান্নান শিকদার এর কাজে জান এবং সেখানে একটি গাছের ডাল কাটার জন্য ওঠেন

হয়তো তার অসাবধানতার কারণে অথবা আল্লাহর হুকুমে তিনি গাছ থেকে পরে যান পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে বুকে আঘাত পান এবং ডান পা ভেঙ্গে যান। তখন গ্রামের লোকজন তড়িঘড়ি করে তাকে উপজেলা বাকেরগঞ্জ সদর হসপিটালে নেয়ার পথে মারা যান।

সমাজের কিছু দুষ্কৃতী লোক তো অবশ্যই থাকে তাদের বুদ্ধি বিবেচনার কারণে লাশ থানায় নেওয়া হয় এবং কেস করার জন্য পরামর্শ দেন

থানা পুলিশ জানান ২ লক্ষ টাকা হইলে কোন কেস হবে না এবং কাউকে জানানো হবে না অথবা বরিশাল পুলিশ সুপারের কাছ থেকে যদি আপনারা লিখিত আনতে পারেন তাহলে আর টাকা লাগবো না লাশ আপনারা নিয়ে যেতে পারবেন

মৃত ব্যক্তির ফ্যামিলির পক্ষ থেকে বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে যান এবং সেখানে তারা লিখিত অভিযোগ দেন যে আমাদের কোন অভিযোগ নেই রহমানের মৃত্যুর ব্যাপারে এবং আমাদের কোন কেস মামলা করার প্রয়োজন নেই এবং আমাদের লাশ যেন পোসমাডাম না করা হয় সেজন্য লিখিত দেয়া হয়। এবং উভয় ফ্যামিলি আপস করবেন বলে জানিয়েছেন আমাদেরকে।

বরিশালের পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম তিনি তাদের লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং তিনি অনুমতি দেন লাশ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। কোন প্রকার আইনি জটিলতা ছাড়াই যেন স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

সড়ক দুর্ঘটনা

পথচারীর জন্য প্রাণ গেল দুই বন্ধুর

সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কচুয়াহাট বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের ছেলে নুর আলম মিয়া (৩৩) ও ছাট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে রনি মিয়া (৩২)।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে বাড়ি থেকে দুই বন্ধু ভরতখালীর দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় কচুয়াহাটের সিএনজি স্ট্যান্ডের কাছে আসলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

অপরদিকে, আহত পথচারী আবুল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

খবর, সড়ক দুর্ঘটনা

বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বাসচায় পথচারী নিহত, জনতার সড়ক অবরোধ

প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি ২০২২, ১০:০২ এ এম অনলাইন সংস্করণ।

বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের থাক্কায় পথচারী নিহত, বিক্ষুদ্ধ জনতার অগ্নসংযোগ-সড়ক অবরোধ

ডেইলি সময়ের আলো
বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত মোঃ আসলাম হাওলাদার (৪০) পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী।

তিনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরংগল গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের পুত্র। ঘটনা সুত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৪০৩৬)বুধবার বিকেল ৪ টার সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে ব্রিজে উঠার আগেই পথচারী আসলামকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।


ঘটনা সুত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৪০৩৬) বুধবার বিকেল ৪ টার সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে ব্রিজে উঠার আগেই পথচারী আসলামকে ধাক্কা দিয়ে ড্রাইভার বাস থেকে লাফ দিয়ে পালায়।

এতে বাস গাড়িটি ব্রেক ফেল করে পুনরায় পিছনের দিকে এসে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের সরকারি কলেজের সম্মুখে হাওলাদার ফিলিং স্টেশনে রাখা ৬ টি সিএনজিকে ধাক্কা দিয়ে দুমরে মুছরে দেয়। ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা টায়াল জ্বালিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদশণ করে।

এসময় বাসস্ট্যান্ডে ব্রিজের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পরে। উপজেলা নিবাহী কমকতা মাধবী রায় ও ওসি তদন্ত সত্যরঞ্জন খাসকেল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করে পুনরায় বাস চলাচল শুরু করেন।