
বাকেরগঞ্জে পূর্ব মহেশপুর হাসান নগর এলাকার এক বাসিন্দা গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করেন
বাকেরগঞ্জ প্রতিনিধি
১৪ নং নিয়ামতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কৃঞ্চনগর (হাসান নগর) এর বাসিন্দা আঃ রহমান
ঘটনা সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল ১০ ঘটিকার দিকে মোঃ আঃ রহমান (৫০) তিনি সংসারের তাগিদে দিনমজুরের কাজে বেরিয়ে পড়েন।
তার এলাকাতেই বাড়ির পাশে পূর্ব মহেশপুরের সাবেক মেম্বার মোহাম্মদ মান্নান শিকদার এর কাজে জান এবং সেখানে একটি গাছের ডাল কাটার জন্য ওঠেন
হয়তো তার অসাবধানতার কারণে অথবা আল্লাহর হুকুমে তিনি গাছ থেকে পরে যান পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে বুকে আঘাত পান এবং ডান পা ভেঙ্গে যান। তখন গ্রামের লোকজন তড়িঘড়ি করে তাকে উপজেলা বাকেরগঞ্জ সদর হসপিটালে নেয়ার পথে মারা যান।
সমাজের কিছু দুষ্কৃতী লোক তো অবশ্যই থাকে তাদের বুদ্ধি বিবেচনার কারণে লাশ থানায় নেওয়া হয় এবং কেস করার জন্য পরামর্শ দেন
থানা পুলিশ জানান ২ লক্ষ টাকা হইলে কোন কেস হবে না এবং কাউকে জানানো হবে না অথবা বরিশাল পুলিশ সুপারের কাছ থেকে যদি আপনারা লিখিত আনতে পারেন তাহলে আর টাকা লাগবো না লাশ আপনারা নিয়ে যেতে পারবেন
মৃত ব্যক্তির ফ্যামিলির পক্ষ থেকে বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে যান এবং সেখানে তারা লিখিত অভিযোগ দেন যে আমাদের কোন অভিযোগ নেই রহমানের মৃত্যুর ব্যাপারে এবং আমাদের কোন কেস মামলা করার প্রয়োজন নেই এবং আমাদের লাশ যেন পোসমাডাম না করা হয় সেজন্য লিখিত দেয়া হয়। এবং উভয় ফ্যামিলি আপস করবেন বলে জানিয়েছেন আমাদেরকে।
বরিশালের পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম তিনি তাদের লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং তিনি অনুমতি দেন লাশ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। কোন প্রকার আইনি জটিলতা ছাড়াই যেন স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।




