Tag: সময়ের আলো
সন্তানের উপর পিতা মাতার অধিকার.মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী
দুনিয়ায় বুকে একমাত্র পিতা মাতা হলো সন্তানের ছায়া। সন্তান ভূমিষ্ঠ থেকে শুরু করে প্রাপ্ত বয়ষ্ক পর্যন্ত পিতা -মাতাই সন্তানকে বকে আগলে রেখে লালন পালন করে।তাফসীর বিদ হযরত ওরওয়াকে
এক ব্যক্তি জিজ্ঞেস করলো, প্রবিত্র কোরআনে পিতা মাতার প্রতি বিনতি হওয়ার বিষয়ে যা বলা হয়েছে, তার অর্থ কি? হযরত পরওয়া জবাব দিলেন- তোমার নিকট পছন্দনীয় নয়, এমন কোন কথাও যদি তারা বলেন, তবুও তাদের প্রতি বক্র দৃষ্টিতে তাকিও না। কেননা বিরক্তির আলামত সর্ব প্রথম মানুষের চোখ থেকে ফুটে বের হয়। মুহাম্মদ ইবনে মুনকাদের রাজি, বলেন আমার বড় ভাই প্রায় রাতভর এবাদত বন্দেগিতে কাটিয়ে দিতেন। আমি তখন আমার অসুস্থ বৃদ্ধা মায়ের পা টিপতে থাকতাম।
আমি মনে করি মায়ের পদসেবা করে যে পূন্য অর্জন করেছি তা আমার ভাইয়ের পূন্যের তুলনায় অনেকগুন বেশি। হযরত তালহা রাজি. বলেন, একবার এক যুবক রাসুলুল্লাহ সাঃ এর নিকট যুদ্ধে যাওয়ার জন্য আবেদন পেশ করলো।রাসুলুল্লাহ সাঃ তাকে জিজ্ঞেস করলেন তোমার মা কি জীবিত আছেন? যুবক হ্যাঁ সূচক জবাব দিলে রাসুলুল্লাহ সাঃ বললেন যাও,মায়ের সেবা করতে থাক। তার পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে।
হযরত আনাস রাজি.বর্ণানা করেন,রাসুলুল্লাহ সাঃ বলেছেন, যে ব্যক্তি আয়ো বৃদ্ধি এবং ধনে জনে সমৃদ্ধি কামনা করে তার জন্য উচিত হলো পিতা- মাতার সাথে সর্বাধিকার সদ্ব্যবহার এবং নিকটাত্মীয় সুসম্পর্ক রাখা। এক ব্যাক্তি তার মাকে কোলে নিয়ে কাবা শরিফ তাওয়াফ করার পর হযরত নবী করিম সাঃ কে জিজ্ঞেস করেছিলেন – আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? জবাবে রাসুলুল্লাহ সাঃ বলেছিলেন তার একটা শ্বাসের হকও আদায় হয় নি।
সন্তানের উপর মায়ের অধিকার পিতার তুলনায় তিনগুণ বেশি। কারণ মা সন্তানের জন্য তিন দফা দু:সহ কষ্ট ভোগ করে থাকেন।১. গর্বধারণের কষ্ট ২.সন্তান ধারণের কষ্ট ৩.এবং দুধ পান করানোর কষ্ট
।করোও পক্ষেই পিতা- মাতা কে কষ্ট দেওয়া উচিত নয়।হযরত আবু বক্কর রাজি. এ মর্মে একখানা হাদীস বর্ণনা করেছেন যে, সব ধরণের গুনাহ- ই আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন।কিন্তু পিতা মাতার কে কষ্ট দেয়া এমন এক জঘন্য পাপ, যার শাস্তি আল্লাহ তায়ালা দুনিয়া থেকে দেওয়া শুরু করেন।
বর্তমান জামানায় মাতা – পিতার সাথে বিয়াদবির ফল প্রত্যক্ষ ভাবে দেখা গেছে। যা জন সমাজের কাছে উম্মুক্ত। কিন্তু প্রত্যক্ষ এ শাস্তির করুন দৃশ্য দেখেও আমাদের মনকে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া থেকে পিছিয়ে নিচ্ছে।যার প্রধান কারণ নিজের মাত পিতা ব্যতীত সমাজের অসৎ বন্ধু বান্ধব কে প্রধান্য বেশি দেওয়া। অসৎ বন্ধু বান্ধবের সাথে অগাত মেলামেশার দরুন নিজের পরিবার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে বন্ধু বান্ধবদেরকে আপন মনে করতে থাকে। কেউ নিজের স্ত্রী -বান্ধবীকে আপন মনে করে নিজের মাতাকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়।মাকে নিজের জীবনের সবচেয়ে বড় দুশমন মনে করে।কেউ ঘরে ছেড়ে অন্য মেয়ে কে নিয়ে সুখের ঠিকানা গড়ার চেষ্টা করে।
কেউ বন্ধুদের সাথে মিশে অল্প সময়ে বন্ধু বান্ধবীর সংশ্রবে থাকার ফলে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়।এভাবে তাদের মূল্যবান জীবনকে ধংসের দ্বারপ্রান্তে ঠেলে দেয়। যার কারণে একদিকে মাকে কষ্ট দেওয়ার কারণে সে দুনিয়াতে শাস্তি পেতে থাকে,অপর দিকে আখিরাত কে হারিয়ে চিরতরে জাহান্নামে ঠিকানা গড়ে নেয়।কিন্তু ভয়াবহ নির্মম জীবন থেকে পরিত্রাণ একমাত্র ইসলামই দিতে পারে। ইসলামেই একমাত্র সব সমস্যার সমাধান। আদব আখলাখ, শিষ্টাচার যা মানুষ কে সফলতার চুড়ান্ত স্থানে আসীন করে। যার ফলে সন্তান তার পিতা মাতার কে শ্রদ্ধা ঙ্গাপন করে। সম বয়সী ও মুরব্বিদের কে সম্মান করে।
ফলে তার জীবনে ইহকালে শান্তি ও পরকালে চিরস্থায়ী জান্নাতে ঠিকানা করে নেয়। তাই আমাদের সকলের উচিত পিতা মাতার সদ্ব্যবহার করা। পিতা মাতারকে সবসময় হাসি মুখে রাখা।নিজের শত কষ্ট হলেও পিতা মাতার কে খুশী রাখা। আল্লাহ তায়ালা আমাদের সকল কে পিতা – মাতার উত্তম সেবা যত্ন করার তৌফিক দান করুন,,,,,, আমীন,,,
লেখক ঃ মুহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী
কদলপুর রাউজান চট্টগ্রাম
এক দেশের গালি হয়ে যদি অন্য দেশের বুলি

অভিনেত্রী শবনম ফারিয়া চাকরি নিয়েছেন।
প্রকাশিত: বৃহ:পতিবার, ৩ জুন ২০২১,১০:৫ পিএম। অনলাইন সংস্করন

অনলাইন ডেস্ক দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। মডেল হিসেবে যাত্রা করে শোবিজে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন একজন অভিনেত্রী হিসেবে। নিয়মিতই কাজ করেন নাটক-টেলিছবিতে। দেখা মিলেছে তার সিনেমাতেও। ‘দেবী’ সিনেমায় নীলু চরিত্রে অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন তিনি।
এই তারকা এবার চাকরি নিয়েছেন। নিজেই ফেসবুকে তথ্যটি ভাগাভাগি করেছেন তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শবনম ফারিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন এই অভিনেত্রী।
গণমাধ্যমে শবনম ফারিয়া জানান, গেল ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তার মন্তব্য, ‘চাকরি এবং অভিনয় দুটোই চলবে। নতুন চাকরিতে হোম অফিস ৩ দিন করে। অফিসে যেতে হবে ৩ দিন। আশা করছি নতুন এই দায়িত্ব উপভোগ্য হবে।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মডেলিং ক্যারিয়ারে আলো ছড়ানো শবনম ফারিয়ার নাটকে অভিষেক ঘটে ২০১৩ সালে আলদান আল রাজীবের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে।
২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ চলচিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষিক্ত হন।
বাকেরগঞ্জের কসাই ডাক্তার মনিরুজ্জামানের কেলেঙ্কারি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১, ১১:২০ এএম। অনলাইন সংস্করণ
বরিশালের বাকেরগঞ্জে ছাত্রলীগ নেতা আবুল কালাম খানকে তুচ্ছ ঘটনায় গ্রেফতার করে সাজানো মামলায় জেল হাজতে প্রেরণের অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে মতে, ২৪ শে এপ্রিল রবিবার দুপুর আনুমানিক ১ঃ৩০ মিনিটের সময় পরিবারের সব সদস্য ডায়রিয়া আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন এমনতবস্থায় ছাত্রলীগ নেতা কালামের আরাই বছরের মাসুম বাচ্চা তাসকিন হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ছাত্রলীগ নেতা খান কালাম।
বাচ্চার মা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাসায় স্যালাইন রত অবস্থায় ছিলো হঠাৎ বাচ্চাটি দুই বার বমি এবং দুইবার পাতলা পায়খানা করে, বিছানায় ঢলে চোখ তারীয়ে পড়ে, বাচ্চার এ অবস্থা দেখে কিংকর্তব্য বিমূর্ত হয়ে তড়িঘড়ি করে বাচ্চাটিকে কাদের উপর নিয়ে দুপুরবেলা প্রচন্ড গরম ও লকডাউন উপেক্ষা করে, গাড়ি না পেয়ে,২ কিলোমিটার পায়ে হেঁটে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে তাড়াহুড়ো করে জরুরি বিভাগে ঢুকে পরেন বাচ্চা বাবা উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খান আবুল কালাম।
তখন কর্তব্যরত ডাক্তার মনিরুজ্জামান খানের কাছে গিয়ে বিনিত অনুরোধ করেন,আমার বাচ্চাটিকে বাঁচান। কিন্তু কর্তব্যরত ডাক্তার বাচ্চাটিকে গুরুত্ব না দিয়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে বলেন আমার দিকে তাকান আমি মাক্স পড়া আপনার ম্যাস্ক কই, ম্যস্ক পরে আসেন নি কেন? আগে সেটা বলেন তারপর আপনার বাচ্চার ভর্তি নেবো কি নেবো না সেটা পরে দেখা যাবে। বাচ্চাটিকে অন্য এক মহিলার কাছে দিয়ে বাহির থেকে মাস্ক কিনে ব্যাবহার করে দ্রুত চিকিৎসা সেবা দেবার জন্য বিনীত অনুরোধ করেন।
তখন ডাঃ মনিরুজ্জামান খান বাচ্চা টিকে ভর্তি নিতে অপরাগতা প্রকাশ করেন। এক পর্যায় ভর্তি নিতে না পারলে ক্যানোলা পরিয়ে দেবার জন্য বিনীত অনুরোধ করেন বাচ্চার বাবা আবুল কালাম। কিন্তু তার কথায় কর্নপাত না করে নিজেকে নিয়ে ব্যস্থ হয়ে যান ডাক্তার। এহেন পরিস্থিতিতে বাধ্য হয়ে বাক বিতন্ডায় লিপ্ত হয়ে পরলে ঘটনার এক পর্যায় ডাক্তার ক্ষিপ্ত হয়ে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতে চেষ্টা চালালে ঘটনাটি হাতাহাতিতে গড়ায়।
পরবর্তীতে সেখানকার উপস্থিত সবাই ছুটে এলে। পরিস্থিতি, শান্ত হয়। এ সময়ে সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে থাকা বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্র লীগ সাধারণ সম্পাদক মোঃ মুসফিকুর রহমান দোলন সহ সেচ্ছাসেবী সংগঠনে সদস্যরা,ডাক্তার মনিরুজ্জামান খান কে বুঝাতে চেষ্টা করে ।
বাকেগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আকন একাধিক বার বুঝালেও ডাক্তার শুনতে নারাজ। সুত্রে জানাজায়, ছাত্র লীগ সাংগঠনিক সম্পাদক খান আবুল কালাম কে আটকের পরে ডাক্তার মনিরুজ্জামান খানের কাছে ছুটে জান আবুল কালামের সন্তান সহ অসুস্থ স্ত্রী, হাজারো বুঝিয়েও পাষণ্ড ডাক্তারের মন গলাতে পারেন-নি। তিনি তার কোন কথা শুনেনি। বাসস্ট্যান্ডে চা দোকানি আঃ ছালাম জানান আবুল কালাম কে বরিশালে নেয়ার পথে অসুস্থ সন্তানদের আহাজারিতে আকাশ বাতাস এক হয়ে যায়,কেঁদেছে পথচারীরা।
স্থানীয় অনেকের মতে, এমন ঘটনা বাকেরগঞ্জ সর্বস্তরের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসুস্থ হয়ে মানুষ চিকিৎসার জন্য একজন ডাক্তারের কাছে ছুটে যাবেন এটাই স্বাভাবিক। হয়ত কালাম খান অসুস্থ সন্তানকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে আসতে গিয়ে মাস্ক ব্যবহার করতে সে ভুলে গেছেন।
কিন্তু একজন ডাক্তার বিষয়টি নমনীয় ভাবে মেনে না নিলে উল্টো মিথ্যে মামলায় অসুস্থ সন্তানের বাবা কে জেল হাজতে পাঠিয়ে অমানুষিক চিন্তা ভাবনার পরিচয় দিয়েছেন ডাক্তার মনিরুজ্জামান খান। এমন ঘটনায় বাকেরগঞ্জ উপজেলার রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ ডক্টর মনিরুজ্জামানকে প্রত্যাহারের দাবি জানায়।
ছাত্রলীগ নেতা কালাম গ্রেফতার, প্রশাসনের নাটকীয় চমক
প্রকাশিত:সোমবার,২৭ এপ্রিল ২০২১,০১:১৫ এএম।অনলাইন সংস্করন

বাকেরগঞ্জে ছাত্রলীগ নেতা কালাম খানকে গ্রেফতার করে প্রশাসনের নাটকীয় চমক।
বাকেরগঞ্জ ছাত্রলীগ নেতা আবুল কালাম খানকে তুচ্ছ ঘটনায় গ্রেফতার করে মিথ্যা অভিযোগে কোর্ট হাজতে প্রেরণের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনা সূত্রে জানা যায় গতকাল ২৪ শে এপ্রিল রবিবার দুপুর আনুমানিক একটার দিকে পরিবারের সব সদস্য ডায়রিয়া আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন এমনতবস্থায় ওর মাসুম বাচ্চাটাও হঠাৎ অসুস্থ হয়ে পরে। বাচ্চার মা ডায়রিয়ায় বাসায় স্যালাইন রত অবস্থায় হঠাৎ বাচ্চাটির দুই বার বমি এবং দুইবার পাতলা পায়খানা হলে বাচ্চাটি বাসায় বিছানায় ঢলে পড়ে,
বাচ্চার এ অবস্থায় কিংকর্তব্য বিমূর্ত হয়ে তড়িঘড়ি করে বাচ্চাটিকে কাদের উপর নিয়ে দুপুরবেলা প্রচন্ড গরম উপেক্ষা করে, অন্যদিকে লকডাউন থাকার কারণে কোন গাড়ি না পেয়ে, পায়ে হেঁটে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে তাড়াহুড়ো করে জরুরি বিভাগে ঢুকে পরেন।
তখন কর্তব্যরত ডাক্তার মনিরুজ্জামানের কাছে গিয়ে বিনিত অনুরোধ করেন, বাচ্চাটিকে বাঁচান। কিন্তু কর্তব্যরত ডাক্তার বাচ্চাটিকে গুরুত্ব না দিয়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে বলেন আমার দিকে তাকান আমি মাক্স পড়া আপনার ম্যাস্ক কই, ম্যস্ক পরে আসেন নি কেন? আগে সেটা বলেন তারপর আপনার বাচ্চার ভর্তি নেবো কি নেবো না সেটা পরে দেখা যাবে।
তখন বাচ্চাটিকে অন্য এক মহিলার কাছে দিয়ে পকেটে থাকা ম্যস্কটি পরে দ্রুত চিকিৎসা সেবা দেবার জন্য বিনীত অনুরোধ করেন। তখন সে ভর্তি নিতে অপরাগতা শিকার করেন। এক পর্যায় ভর্তি নিতে না পারলে ও ক্যানোলা পরিয়ে দেবার জন্য বিনীত অনুরোধ করেন। কিন্তু তার কোনো কথায় কর্নপাত না করে নিজেকে নিয়ে ব্যস্থ হয়ে যায়। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে বাক বিতন্ডায় লিপ্ত হয়ে পরলে ঘটনার এক পর্যায় ডাঃ ক্ষিপ্ত হয়ে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতে চেষ্টা চালালে ঘটনাটি হাতাহাতিতে গড়ায়।
পরবর্তীতে সেখানকার উপস্থিত সবাই ছুটে এলে। পরিস্থিতি, শান্ত হয়। এ সময়ে সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে থাকা লোকজন বিস্তারিত শুনে ডাঃ কে শান্ত করে বুঝিয়ে চিকিৎসা সেবা দেবার অনুরোধ করেন তাতেও কাজ হয়নি। এমন কি ঘটনা স্থলে উপস্থিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন বিনীত অনুরোধ করছেন তাতেও মন গলেনি।
অবশেষে নিরুপায় হয়ে স্থানীয় ক্লিনিকে এনে মুমূর্ষু বাচ্চা টিকে ভর্তি করে চিকিৎসা সেবা দেন। বিষয় টি নিয়ে গতকাল অনেক তোলপাড় সৃষ্টি হলে দৈনিক যুগান্তর পত্রিকা সহ একধিক পত্রিকায় প্রশাসনের বরাত দিয়ে লেখালেখি হয়। সেখানে ও ডঃ মনিরুজ্জামানের বিষয় স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
তা সত্বেও স্থানীয় প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে চরম অমানবিক ও নিষ্ঠুর ভাবে অদ্য দুপুরে ক্লিনিকে যাওয়ার সময় ৪/৫ জন এস আই সহ পুলিশের বিপুল সংখ্যক সদস্যরা মিলে কোনো কিছু বুঝে ওঠার আগেই ওকে গ্রেফতার করে তড়িঘড়ি থানায় এনে কোনো নিয়ম নীতির তোয়াজ না করেই মহিলা ডাঃ এর সাথে গ্যানজামের এক কাল্পনিক গল্প সাজিয়ে কোর্ট হাজতে প্রেরণ করেন।
এ ঘটনায় হতবাক স্থানীয় ছাত্রলীগ সহ সচেতন মহল তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে। অনতিবিলম্বে ঘটনার মানবিক দিক বিবেচনা করে। দ্রুত নিঃশ্বর্ত মুক্তির দাবী জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই মেডিকেলে দায়িত্ব রত ডাঃদের দ্বারা প্রতিনিয়ত এমন অমানুষিক নিপীড়নের শিকার হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
অনিয়ম দুনীতিতে ভরপুর বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিয়ে ইতিপূর্বে বহুবার লেখা লেখি হলেও ব্যবস্থা নেবার নজির সৃষ্টি করতে পারেনি কতৃপক্ষ অথচ তুচ্ছ ঘটনা নিয়ে এমন নজিরবিহীন তৎপরতায় বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল।
বরিশালে বাকেরগঞ্জে মসজিদের সভাপতিকে লাঞ্ছিত
প্রকাশিত: রবিবার,২৫ এপ্রিল ২০২১,০৬:০০ পিএম। অনলাইন সংস্করণ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুরের স্থানীয় এক মসজিদ কমিটির সভাপতিতে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে সুদ ব্যবসায়ীরা।
বিসমিল্লাহ বাজার জামে মসজিদের সভাপতি মো. শাহ আলম বেপারী (৭০) সুদের কুফল তুলে ধরে মন্তব্য করায় তাকে ব্যবসায়ী হারুন ও রফিক সিকদারসহ বেশ কয়েকজন মিলে মারধর করে।
গতকাল শনিবার বিকেলের এই ঘটনায় বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও জড়িত কাউকে আটক করেনি। এদিকে বাবাকে লাঞ্ছিত করার প্রতিবাদ করতে গিয়ে আরেক দফা সুদ ব্যবসায়ীদের হামলার শিকার হন সভাপতির ছেলে সাব্বির বেপারী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকটি পরিবার সুদ ব্যবসার সাথে পুরোপুরি জড়িয়ে পড়ে। শনিবার বাদ আসর মসজিদ কমিটির সভাপতি শাহ আলম বেপারী সুদের কুফল মুসুল্লিদের উদ্দেশে তুলে ধরে নানান মন্তব্য করেন।
এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দা চা দোকানি হারুন সিকদার, রফিক সিকদার তাকে উদ্দেশ করে গালাগালি শুরু করে। সভাপতিসহ উপস্থিত মুসুল্লিরা বিষয়টির প্রতিবাদ করলে রফিক সিকদার ছুটে এসে বৃদ্ধ মো. সাহ আলম বেপারীকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
একপর্যায়ে সভপতি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা স্থান ত্যাগ এবং মুসুল্লিরা বৃদ্ধকে উদ্ধার করে বাসায় পৌছে দেন।
খবর পেয়ে বিকেলে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ঘটনায় জড়িত কাউকে আটক করেনি।
অপর একটি সূত্র জানায়, পরবর্তীতে এশার নামাজ শেষে সভাপতির ছেলে সাব্বির বাবার ওপর হামলার ঘটনায় মুসুল্লিদের কাছে বিচার চাইলে তাকেও মারধর করে হারুন ও রফিকেরা। এমনকি তাকে মসজিদ থেকে টেনে হিচড়ে বের করে দেয়। এবং বিষয়টি নিয়ে আগামীতে বেশি বাড়াবাড়ি করলে নিজেদের দোকানে অগ্নিসংযোগ করে তাকেসহ স্বজনদের ফাঁসানোর হুমকিও দেয়।
এলাকায় সুদের ব্যবসা বন্ধসহ বাবার ওপর হামলাকারীদের শাস্তি দাবি করেছেন সাব্বির বেপারী। এবং এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিবেশ পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মরিয়ম ফুল গাছ
মিসরে ট্রেন লাইচ্যুত হয়ে নিহত ১১ জন।
প্রকাশিত: সোমবার,১৯ এপ্রিল ২০২১, ১১:৩০ এএম। অনলাইন সংস্করণ
মিসরে ট্রেন লাইচ্যুত হয়ে নিহত কমপক্ষে ১১; আহত ৯৮
এপ্রিল ১৯: গতকাল (রোববার) সন্ধ্যায় মিসরের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে ১১ জন নিহত ও ৯৮ জন আহত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
প্রাপ্ত তথ্যানুসারে, যাত্রীবাহী ট্রেনটি রাজধানী কায়রো থেকে উত্তরাঞ্চলীয় শহর মানজুরা যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটির ৪টি বগি লাইনচ্যুত হয়।
উদ্ধারকাজে অংশ নিতে ৬০টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এডভোকেট আব্দুল মতিন খসরু (এম পি) আর নেই
প্রকাশিত: বুধবার, ১৪ এপ্রিল ২০২১,০৮:২০ পিএম। অনলাইন সংস্করণ
সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি,
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরু (এম পি) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যা মামলার সাবেক ডেপুটি এটর্নি, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ,
বাংলাদেশ সরকারের সাবেক আইনমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু অদ্য বিকাল ৪.৫০ মিনিটে করোনা আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।
উনি ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা মার্কায় নির্বাচন করে পাচঁবার ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালের, জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
চাঁদ দেখা গেছে আগামীকাল রোজা
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১,০৭:২৮ পিএম। অনলাইন সংস্করণ
বাংলাদেশ চট্টগ্রামের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামী কাল বুধবার ( ১৪ এপ্রিল) থেকে বাংলাদেশে রোজা শুরু। আল্লাহ আমাদের এই সিয়াম সাধনা করার তৌফিক দান করুন।
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে।
কিছুক্ষণ আগে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান রমজানের চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার হবে প্রথম রোজা।
এদিকে মঙ্গলবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় পবিত্র রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।
এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহতায়ালা ৭০ গুণ বাড়িয়ে দেন। রমজান শেষেই দেখা মিলবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের।
রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দুইজন দগ্ধ
প্রকাশিত: সোমবার, ১২ এপ্রিল ২০২১, ১০:১২ এএম। অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জে একটি আবাসিক ভবনের আট তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
রোববার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় শহরের চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোডে জি এম গার্ডেন নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দগ্ধরা হলেন, বাড়ির নিরাপত্তারক্ষী উজ্জ্বল ও মানিক। তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়।
ফায়ার সার্ভিস জানায়, জি এম গার্ডেনের আটতলায় কমিউনিটি সেন্টারের আদলে কয়েকটি কক্ষ রয়েছে। ভবনের কোনো অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো।
বিজ্ঞাপন
ভবনের নিরাপত্তারক্ষী মোহাম্মদ আলী জানান, আটতলার গ্যাসের লাইনে সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে সেটা মেরামত করে। একপর্যায়ে দুই নিরাপত্তারক্ষী নিচে নেমে যান। তখন রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল।
পরে আবার দুইজন সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিজ্ঞাপন
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানান, আহত দুজনকেই ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ভবনের ছাদের একটি কক্ষে গ্যাসের সংযোগ ছিল। কোনো অনুষ্ঠান থাকলে সেখানে রান্না করা হতো। কোনো কারণে গ্যাসের লাইনটি চালু থাকায় গ্যাস বের হয়ে কক্ষে জমে যায়।
তিনি আরও বলেন, কক্ষে সিগারেটের অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দাহ্য কিছু জ্বালানোর কারণেই এ বিস্ফোরণ ঘটেছে। এতে দুজন দগ্ধ হয়েছেন।










