ধর্মীয় খবর

প্রতি শুক্রবার শরীরে পবিত্র কোরআন বা হাদিসের একেকটা আয়াত ভেসে ওঠে!

প্রকাশিত, বুধবার, ৩০ শে জুন ২০২১, ০১:০৮ পিএম। অনলাইন সংস্করণে

উত্তর রাশিয়ার দাগিস্তানে এক মুসলিম পরিবারে জন্ম নেয় শিশু আলিয়া ইয়াকুব। প্রতি শুক্রবার তার শরীরের বিভিন্ন স্থানে ত্বকের নীচে জমাট রক্তের মতো হরফে পবিত্র কোরআন বা

হাদিসের একেকটা বানী লেখা ভেসে ওঠে। এর স্থিরচিত্র বিভিন্ন মানুষ তুলে রাখেন। বাড়িতে একটি অ্যালবামের প্রদর্শনী খোলা হয়েছে। মধ্যপ্রাচ্যের একটি টেলিভিশন শিশুটির মায়ের সাক্ষাৎকার নেয়।

শিশুটির মা টেলিভিশনটিতে বলেন, ‘যে সময় তার দেহে আয়াত বা হাদিস ভেসে ওঠে এর আগে তার অনেক জ্বর আসে। সে সময় সে প্রচণ্ড কান্না করতে থাকে।

এরপর লেখাগুলো ভেসে উঠলে জ্বর কমে এবং কান্না থেমে যায়। দুধ পান করার সময়ও সে খুব শান্ত থাকে। ভিডিওটিতে শিশুটির নানা অঙ্গে আয়াত ও হাদিসের কিছু চিত্র দেখা যাবে। কিছু স্থিরচিত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, ‘এটি আল্লাহর কুদরত ও মহানবী স-এর মুজিযা। যে কোনও কারণে আল্লাহ তা তার বান্দা অথবা প্রকৃতির মধ্যে প্রকাশ করে থাকেন। যাতে মানুষ শিক্ষা গ্রহণ ও ঈমান মজবুত করতে পারে।’

অনেকে বলছেন, ‘এটি ইমাম মাহাদির আগমনের অন্যতম নমুনা। কিয়ামতের নিদর্শনও হতে পারে এটি। শিশুটির পেটে ‘আল্লাহ’ গলায়, পায়ে, ঘাড়ে, পিঠে ও কানে আল্লাহর নাম।

পা থেকে উরু হয়ে কোমর পর্যন্ত লম্বা লেখাটি হচ্ছে একটি হাদিসের বানী। যার অর্থ, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে হাসতে কম কাঁদতে বেশি।’ টিভিতে বলা হয়, প্রতিদিন আলিয়া ইয়াকুবদের বাড়িতে গড়ে ২ হাজার লোক বিস্ময়কর এ ঘটনা দেখতে আসেন।

খবর

আগামীকাল থেকে শুরু কঠোর লকডাউন

প্রকাশিত, বুধবার, ৩০ শে জুন ২০২১, ১২:২৫ পিএম। অনলাইন সংস্করণে

আগামীকাল বৃহ্স্পতিবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই সময়ে সরকারি-বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। মোতায়েন থাকবে সেনাবাহিনী।

আগামী ১ জুলাই থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘কঠোর লকডাউন’। সপ্তাহব্যাপী এই ‘কঠোর লকডাউনে’ সব গণপরিবহন বন্ধ থাকবে। এই সময়ে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও। সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এই সময়ে সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ১-৭ জুলাই পর্যন্ত খুবই ‘স্ট্রিক্ট ভিউতে’ যাচ্ছে।

জানা গেছে, কঠোর লকডাউনে দোকানপাট, শপিংমল সব বন্ধ থাকবে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকতে পারে। জরুরি পণ্যবাহী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

ধর্মীয় খবর

জান্নাতে আল্লাহর সাথে দেখা করার সময়

প্রকাশিত, শনিবার, ১২ জন ২০২১, ০১: ২০ পিএম। অনলাইন সংস্করণ

জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন । এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে । তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।
তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত । বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।

জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে । এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো । তারপর আরো আলো ।
জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহকে দেখেছি ?’
না, আমরা সে পথেই ছুটছি । ফেরেস্তা বলবেন ।
হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ –

  • আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *
    আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।
    খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!
    আল্লাহু আকবার ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন,
আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
[হে আল্লাহ! আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী। ]

তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জিজ্ঞেস করবেন,
তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ?
ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে !
জান্নাতীরা জবাব দিবেন ।
আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,
তোমাদের আর কি চাই ?
তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) বলবেন- আর কিছু চাই না ।
না না । আজ তো দেয়ার দিন । আমি আরও দিব । বলো কি চাই ।

তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) সমস্বরে বলে উঠবেন-
ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই ।
আপনাকে দেখি নি কখনও । আপনাকে আমরা ভালবাসি ।
আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন ।
সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি । চোখ বন্ধ করে একটু চিন্তা করুন । সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন । যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছেন । কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন । খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।
পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন । কত চাওয়া, মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন ।

কত অপরাধ করেছি, কেউ দেখে নি । একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন । বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন । মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী । সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি …।

সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজী বলেছেন , পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি , আমরা আল্লাহ সুবহানু তায়ালাকে তেমনি দেখব । ইনশাআল্লাহ ।
এ যে জান্নাতের সবচেয়ে বড় নেয়া নেয়ামাহ্ !

ইয়া আল্লাহ – স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন ।আমিন 🤲

ধর্মীয় খবর

ধার্মিকতার গোপন সূত্র জেনে নিন

প্রকাশিত,বুধবার,০৯ জুন ২০২১,০৩:৫৮ পিএম অনলাইন সংস্করণ

খবর, শোক সংবাদ

পা পিছলে নদীতে পড়ে পুলিশের (এসআই) কর্মকর্তার মৃত্যু।

প্রকাশিত: রবিবার,৬ জুন ২০২১,০৬:২০ পিএম, অনলাইন সংস্করণ

 রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রোববার (০৬ জুন) সকালে সদরঘাট টার্মিনালের ৮ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা নাম শাওলিন আকিব (২৮)। তিনি যাত্রাবাড়ির কাজীরগাও এলাকার বাসিন্দা ছিলেন।

অনলাইন ডেস্ক :: রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রোববার (০৬ জুন) সকালে সদরঘাট টার্মিনালের ৮ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা নাম শাওলিন আকিব (২৮)। তিনি যাত্রাবাড়ির কাজীরগাও এলাকার বাসিন্দা ছিলেন।

সদরঘাট নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদ সাংবাদিকদের জানান, নিহত শাওলিন আকিব ঢাকা জেলা এসবিতে কর্মরত ছিলেন। বরিশাল থেকে লঞ্চে করে আসা তার আত্মীয়কে রিসিভ করতে আজ সকালে তিনি সদরঘাটে যান। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পন্টুন পিচ্ছিল ছিল। পন্টুনে গেলে অসতর্কতাবশত পা পিছলে নদীতে পড়ে যান আকিব।

নদীতে পড়ে গেলে আকিবের মাথার পেছনে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন। পরে তার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

শোক সংবাদ

একই রশিতে প্রেমিক প্রেমিকার লাশ

প্রকাশিত: শনিবার, ৫ জুন ২০২১, ০৯:৪৫ পিএম, অনলাইন সংস্করন

পটুয়াখালীতে একই রশিতে গলায় ফাঁস দিয়ে সোহেল (১৯) এবং নাসরিন আক্তার (১৩) নামের দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শনিবার (৫ জুন) সকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়ির গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত প্রেমিক সোহেল বিরজলা গ্রামের মজিবর রহমানের ছেলে। সে একাদশ শ্রেণির ছাত্র। মৃত নাসরিন একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে। সে অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। পুলিশ ধারণা করছে, ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বরিশালটাইমসকে জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিক নিশ্চিত কিছু বলতে না পারলেও স্থানীয়রা বলছে, সম্ভবত তাদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবার জেনেছে, কিন্তু মেনে নেয়নি। এই কারণে তারা আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।’

খবর

বেতন ১৫ হাজার টাকার বেশি হলে তাও ব্যাংকের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।।

প্রকাশিত: শনিবার, ৫ জুন ২০২১,০৯:১০ পিএম,অনলাইন সংস্করন

কোনো প্রতিষ্ঠানের কর্মীর বেতন ১৫ হাজার টাকার বেশি হলে তাও ব্যাংকের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাসিক বাসা ভাড়া প্রদান বাধ্যতামূলক করছে সরকার। আগামী অর্থবছর থেকে এ নিয়ম চালু হতে যাচ্ছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আজকের ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তব্যে এ প্রস্তাবটি উত্থাপন করতে পারেন। আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে।

বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা পর্যন্ত বেতনধারী কর্মীদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরের (টিআইএন) জন্য রেজিস্ট্রেশন করতে হয়। এ ছাড়া তাদের আয়কর দেওয়ার নিয়ম রয়েছে। অপরদিকে বর্তমানে ২৫ হাজার টাকা বাসা ভাড়া ব্যাংকের মাধ্যমে প্রদানের নির্দেশনা রয়েছে।

এনবিআরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থা বাধ্যতামূলক করার বিষয়ে কাজ করছে সরকার। নতুন এই প্রস্তাব পাস হলে অন্য কোনো উপায়ে অর্থ লেনদেনের সুযোগ বন্ধ হয়ে যাবে। এটি অমান্য করলে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এনবিআর।

জরিমানার পরিমাণ পরিশোধযোগ্য ট্যাক্সের ৫০ শতাংশ বা কমপক্ষে পাঁচ হাজার টাকা হতে পারে। এ ধরনের উদ্যোগ অর্থনীতির জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘অনেক বাড়ির মালিক ঠিকভাবে ট্যাক্স পরিশোধ করে না। অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতনের সঠিক তথ্য প্রকাশ করে না। এই উদ্যোগ সুশাসন নিশ্চিতে সহায়তা করবে।’ যদিও এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘এনবিআর এর আগেও এ ধরনের উদ্যোগ নিয়েছে। জরিপও করা হয়েছে। কিন্তু ফলাফল কার্যত শূন্য। এই উদ্যোগ অনুমোদন পেলে এটি বাস্তবায়নে উদ্যোগী হতে হবে এনবিআরকে।’

খবর, শিক্ষা সংবাদ

প্রতিবন্ধী স্কুল গুলো এমপিওভুক্ত করার লক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান জাতীয় প্রেসক্লাব

প্রকাশিত: বৃহষ্পতিবার, ৩ জন ২০২১,১১:১০পিএম। অনলাইন সংস্করণ

বাংলাদেশে প্রায় ২০ লাখেরও বেশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে। এই শিশুদের জন্য সরকার স্কুলও করেছে। এর বাইরেও অনেক স্কুল আছে যারা মাসিক বেতনের আওতাভুক্ত নয়।

তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত দু’দিন মানববন্ধন করেন জাতীয় প্রেসক্লাবের সামনে। তাদের দাবি সরকার যেন তাদের বিদ্যালয়গুলো মাসিক বেতনের আওতাভুক্ত করে এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেয়।

যখন আমরা প্রতিনিয়ত বাংলা ভাষা বিকৃত করে চলেছি, তখন ওরা স্বপ্ন দেখে শুদ্ধ বাংলায় কথা বলার। তাদের আজকের এই আকুতিই ছিল সেদিনের ভাষা শহীদদের প্রেরণা।

চলো প্রানের ভাষা বাংলাকে বাঁচিয়ে রাখার যুদ্ধ করে যাই প্রতিদিন।যাদের আত্মত্যাগের বিনিময়ে তারা স্বপ্ন দেখে বাংলা বলার!”
সেই সকল ভাষা শহীদদের এবং বাংলা ভাষার প্রতি দারাজ বাংলাদেশ জানায় বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা

খবর, বিনোদন

অভিনেত্রী শবনম ফারিয়া চাকরি নিয়েছেন।

প্রকাশিত: বৃহ:পতিবার, ৩ জুন ২০২১,১০:৫ পিএম। অনলাইন সংস্করন

অনলাইন ডেস্ক দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। মডেল হিসেবে যাত্রা করে শোবিজে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন একজন অভিনেত্রী হিসেবে। নিয়মিতই কাজ করেন নাটক-টেলিছবিতে। দেখা মিলেছে তার সিনেমাতেও। ‘দেবী’ সিনেমায় নীলু চরিত্রে অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন তিনি।

এই তারকা এবার চাকরি নিয়েছেন। নিজেই ফেসবুকে তথ্যটি ভাগাভাগি করেছেন তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শবনম ফারিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন এই অভিনেত্রী।

গণমাধ্যমে শবনম ফারিয়া জানান, গেল ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তার মন্তব্য, ‘চাকরি এবং অভিনয় দুটোই চলবে। নতুন চাকরিতে হোম অফিস ৩ দিন করে। অফিসে যেতে হবে ৩ দিন। আশা করছি নতুন এই দায়িত্ব উপভোগ্য হবে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মডেলিং ক্যারিয়ারে আলো ছড়ানো শবনম ফারিয়ার নাটকে অভিষেক ঘটে ২০১৩ সালে আলদান আল রাজীবের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে।

২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ চলচিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষিক্ত হন।