খবর, শিক্ষা সংবাদ

প্রতিবন্ধী স্কুল গুলো এমপিওভুক্ত করার লক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান জাতীয় প্রেসক্লাব

প্রকাশিত: বৃহষ্পতিবার, ৩ জন ২০২১,১১:১০পিএম। অনলাইন সংস্করণ

বাংলাদেশে প্রায় ২০ লাখেরও বেশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে। এই শিশুদের জন্য সরকার স্কুলও করেছে। এর বাইরেও অনেক স্কুল আছে যারা মাসিক বেতনের আওতাভুক্ত নয়।

তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত দু’দিন মানববন্ধন করেন জাতীয় প্রেসক্লাবের সামনে। তাদের দাবি সরকার যেন তাদের বিদ্যালয়গুলো মাসিক বেতনের আওতাভুক্ত করে এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেয়।

যখন আমরা প্রতিনিয়ত বাংলা ভাষা বিকৃত করে চলেছি, তখন ওরা স্বপ্ন দেখে শুদ্ধ বাংলায় কথা বলার। তাদের আজকের এই আকুতিই ছিল সেদিনের ভাষা শহীদদের প্রেরণা।

চলো প্রানের ভাষা বাংলাকে বাঁচিয়ে রাখার যুদ্ধ করে যাই প্রতিদিন।যাদের আত্মত্যাগের বিনিময়ে তারা স্বপ্ন দেখে বাংলা বলার!”
সেই সকল ভাষা শহীদদের এবং বাংলা ভাষার প্রতি দারাজ বাংলাদেশ জানায় বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা

খবর, বিনোদন

অভিনেত্রী শবনম ফারিয়া চাকরি নিয়েছেন।

প্রকাশিত: বৃহ:পতিবার, ৩ জুন ২০২১,১০:৫ পিএম। অনলাইন সংস্করন

অনলাইন ডেস্ক দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। মডেল হিসেবে যাত্রা করে শোবিজে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন একজন অভিনেত্রী হিসেবে। নিয়মিতই কাজ করেন নাটক-টেলিছবিতে। দেখা মিলেছে তার সিনেমাতেও। ‘দেবী’ সিনেমায় নীলু চরিত্রে অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন তিনি।

এই তারকা এবার চাকরি নিয়েছেন। নিজেই ফেসবুকে তথ্যটি ভাগাভাগি করেছেন তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শবনম ফারিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন এই অভিনেত্রী।

গণমাধ্যমে শবনম ফারিয়া জানান, গেল ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তার মন্তব্য, ‘চাকরি এবং অভিনয় দুটোই চলবে। নতুন চাকরিতে হোম অফিস ৩ দিন করে। অফিসে যেতে হবে ৩ দিন। আশা করছি নতুন এই দায়িত্ব উপভোগ্য হবে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মডেলিং ক্যারিয়ারে আলো ছড়ানো শবনম ফারিয়ার নাটকে অভিষেক ঘটে ২০১৩ সালে আলদান আল রাজীবের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে।

২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ চলচিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষিক্ত হন।