শোক সংবাদ

একই রশিতে প্রেমিক প্রেমিকার লাশ

প্রকাশিত: শনিবার, ৫ জুন ২০২১, ০৯:৪৫ পিএম, অনলাইন সংস্করন

পটুয়াখালীতে একই রশিতে গলায় ফাঁস দিয়ে সোহেল (১৯) এবং নাসরিন আক্তার (১৩) নামের দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শনিবার (৫ জুন) সকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়ির গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত প্রেমিক সোহেল বিরজলা গ্রামের মজিবর রহমানের ছেলে। সে একাদশ শ্রেণির ছাত্র। মৃত নাসরিন একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে। সে অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। পুলিশ ধারণা করছে, ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বরিশালটাইমসকে জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিক নিশ্চিত কিছু বলতে না পারলেও স্থানীয়রা বলছে, সম্ভবত তাদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবার জেনেছে, কিন্তু মেনে নেয়নি। এই কারণে তারা আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।’

খবর

বেতন ১৫ হাজার টাকার বেশি হলে তাও ব্যাংকের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।।

প্রকাশিত: শনিবার, ৫ জুন ২০২১,০৯:১০ পিএম,অনলাইন সংস্করন

কোনো প্রতিষ্ঠানের কর্মীর বেতন ১৫ হাজার টাকার বেশি হলে তাও ব্যাংকের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাসিক বাসা ভাড়া প্রদান বাধ্যতামূলক করছে সরকার। আগামী অর্থবছর থেকে এ নিয়ম চালু হতে যাচ্ছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আজকের ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তব্যে এ প্রস্তাবটি উত্থাপন করতে পারেন। আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে।

বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা পর্যন্ত বেতনধারী কর্মীদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরের (টিআইএন) জন্য রেজিস্ট্রেশন করতে হয়। এ ছাড়া তাদের আয়কর দেওয়ার নিয়ম রয়েছে। অপরদিকে বর্তমানে ২৫ হাজার টাকা বাসা ভাড়া ব্যাংকের মাধ্যমে প্রদানের নির্দেশনা রয়েছে।

এনবিআরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থা বাধ্যতামূলক করার বিষয়ে কাজ করছে সরকার। নতুন এই প্রস্তাব পাস হলে অন্য কোনো উপায়ে অর্থ লেনদেনের সুযোগ বন্ধ হয়ে যাবে। এটি অমান্য করলে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এনবিআর।

জরিমানার পরিমাণ পরিশোধযোগ্য ট্যাক্সের ৫০ শতাংশ বা কমপক্ষে পাঁচ হাজার টাকা হতে পারে। এ ধরনের উদ্যোগ অর্থনীতির জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘অনেক বাড়ির মালিক ঠিকভাবে ট্যাক্স পরিশোধ করে না। অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতনের সঠিক তথ্য প্রকাশ করে না। এই উদ্যোগ সুশাসন নিশ্চিতে সহায়তা করবে।’ যদিও এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘এনবিআর এর আগেও এ ধরনের উদ্যোগ নিয়েছে। জরিপও করা হয়েছে। কিন্তু ফলাফল কার্যত শূন্য। এই উদ্যোগ অনুমোদন পেলে এটি বাস্তবায়নে উদ্যোগী হতে হবে এনবিআরকে।’