খবর, খেলাধুলা

বাংলাদেশ মহিলা চ্যাম্পিয়নদের সম্পর্কে। মিজানুর রহমান আজহারী

প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৫ পি এম। অনলাইন সংস্করণ

মিজানুর রহমান আজহারীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হয়েছে

সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নারী ফুটবল দলের অর্জনকে কেন্দ্র করে দেশের আম জনতা যখন বিজয়োল্লাসে ব্যস্ত, ঠিক একই ঘটনাকে পুঁজি করে কিছু ধূর্ত লোক ইসলাম বি°দ্বেষের নগ্ন উন্মাদনায় ব্যস্ত। দেশ ও দশের কাজে যাদের সিকিভাগ অবদান নেই।

আরে ভাই, সেলিব্রেট করার একটা উপলক্ষ এসেছে তো সেলিব্রেট করুন। এ বিজয়কে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন কেন? খেলোয়াড় মেয়েগুলো তো স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা স্বরুপ মাঠেই সিজদায় লুটিয়ে পড়তে দেখলাম। তাদেরও তো কোন এ°ন্টি ইসলাম এটিচিউড নেই। কিন্তু কিছু উজ°বুক রীতিমত ব্যাপারটাকে লেজেগোবরে করে ফেলেছে।

একটা পজিটিভ বিষয়কে ভিন্ন আঙ্গিকে ম্যানুপুলেট করে তাদের এই বস্তা পঁচা সস্তা ইসলাম বিদ্বে°ষের কূট°কৌশল ইসলামপন্থীরা বহু আগে থেকেই অবগত। দেশের আম জনতাও অবগত যে— দেশের বিভিন্ন অর্জন ও সংস্কৃতিকে নানান চেতনা ও অপসংস্কৃতির রঙ মাখিয়ে দেশের ইসলামপন্থীদেরকে কীভাবে বারবার কোণঠাসা করে রাখার অপপ্রয়াস চালানো হয়।

ইনশাআল্লাহ, ইসলাম প্রিয় এই মুসলিম দেশে ইসলাম বিদ্বে°ষীদের রঙ তুলির আচড় আর গোবর ভরা মাথার ফাঁকা বুলির ফাঁপর, কোনোটাই জন-মানুষের মনে ইসলাম ও আলেম বিদ্বে°ষের বিষ°বাষ্প ঢোকাতে পারবে না। বরং তাদের কূট°কৌশল বুমেরাং হয়ে তাদের অসল চেহারাটাই প্রকাশ করে দেবে।

খবর

নতুন স্বর্ণের খনির সন্ধান

সংগৃহীত

প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২,১০:৫৩ পিএম। অনলাইন সংস্করণ

তেল ও খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ সৌদি আররে নতুন স্বর্ণের খনির সন্ধান মিলেছে। এই খনিতে স্বর্ণের পাশাপাশি  তামাও রয়েছে। দেশটির মদিনা অঞ্চলে এ খনির অবস্থান বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) নতুন এ খনির সন্ধান পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মদিনা অঞ্চলে উম্ম আল-বারাক হেজাজের ঢাল আবা আল-রাহার সীমানার মধ্যে সোনার আকরিকের সন্ধান পাওয়া গেছে। ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায় চারটি স্থানে তামার আকরিকও আবিষ্কৃত হয়েছে।

নতুন এ খনি ৪০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিপুল পরিমাণে স্বর্ণ, তামা ও দস্তার মজুত রয়েছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ চ্যালকোসাইট বিশেষ তামা উৎপাদনে সহায়ক। চলতি বছরেই স্বর্ণ ও তামার খনিগুলো উৎপাদনে যেতে সক্ষম।

নতুন এসব খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। মদিনা অঞ্চলে অবস্থিত উম্মাল-দামার মাইনিং সাইটের লাইসেন্স পেতে ১৩টি সৌদি এবং বিদেশি কোম্পানি জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

গতমাসে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, উম্মাল-দামার খনির লাইসেন্সের জন্য ১৩ জন দরদাতাকে প্রাথমিক অনুমোদন দিয়েছে সরকার। উম্মাল-দামার সাইটটি ৪০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে অবস্থিত এবং এতে বিপুল পরিমাণে তামা, দস্তা, সোনা ও রুপার মজুত রয়েছে বলে মনে করা হচ্ছে।

দুর্নীতি

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

খবর, বিনোদন

ওমর সানি বললেন পতিতা নাকি মডেলিং

সংগৃহীত

প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৭ পিএম। অনলাইন সংস্করণ

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। মৌসুমী, শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার



দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। এখন খুব বেশি অভিনয় না করলেও চলচ্চিত্রের বিভিন্ন



সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।



জনপ্রিয় এই অভিনেতা ফেসবুকেও বেশ সরব। ওমর সানি তার ফেসবুক অ্যাকাউন্টে আক্ষেপ করে লিখেছেন—‘আজব এক দেশ বাংলাদেশ, বেশ্যাকে বলে মডেল, জুয়াকে বলে ক্যাসিনো, ঘুষকে বলে সেলামি, সুদ হলো ইন্টারেস্ট, সন্ত্রাসী হলো বড় ভাই।



ওমর সানি দেখতে দেখতে ক্যারিয়ারের ৩০টি বসন্ত পার করেছেন। ‘লাট সাহেবের মেয়ে’, ‘দোলা’, ‘কে অপরাধী’, ‘গরীবের রানী’, ‘হারানো প্রেম’সহ বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।



অভিনয়ে এখন আর আগের মতো নিয়মিত নন ওমর সানি। মাঝেমধ্যে তার দেখা মেলে রুপালি পর্দায়। স্ত্রী প্রিয়দর্শিনী মৌসুমী ও পুত্র-কন্যা নিয়ে সুখের সংসারেই কেটে যাচ্ছে তার দিন।

খবর, বিনোদন

যৌনপল্লীতে চলচ্চিত্র নায়িকা নিপুন রায়

প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭ এ এম। অনলাইন সংস্করণ

সিনেমায় নিপুণ যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছেন। আর শুটিং হয় একটি যৌ.নপ.ল্লিতে। সেখানে থাকাকালীন নিপুণের কস্টিউম আসল যৌ.নক.র্মীদের মতোই ছিল। এ কারণে সেখানকার কাস্টমাররা (খদ্দেররা) নিপুণকে সত্যিকারের যৌ.নক.র্মী ভেবেছিলেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এফডিসিতে ‘বীরত্ব’ সিনেমার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চিত্রনায়ক ইমন।

অনুষ্ঠানে চিত্রনায়ক মামনুন ইমন ‘বীরত্ব’ সিনেমার বিষয়ে কথা বলেন। সিনেমায় নিপুণের চরিত্রের বিষয়ে ইমন জানান, একজন সুন্দরী মেয়ে নিপুণ। তাকে সবাই কাছে পেতে চায়। শুটিংয়ের সময় ওই জায়গায় (প.তিতা.লয়) অনেক মেয়ে ছিল। সাথে নিপুণও ছিল; আর তার সাজসজ্জা ছিল তা দেখেই সেখানে কিছু কাস্টমার এসে আলাপ শুরু করে দিয়েছিল।

রিয়ালিস্টিক মনে হয়েছে। আমরা আমাদের সব্বোর্চ দিয়ে চেষ্টা করেছি। আর এ সিনেমায় আমি একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছি।

বীরত্ব’ সিনেমায় নিপুণ ও ইমন ছাড়াও অভিনয় করেছেন নবাগতা সালওয়া, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পি সরকার অপু প্রমুখ।

খবর, বিনোদন

অমিত হাসান হিরো আলম ও মুক্তি একই টেবিলে

প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ এ এম। অনলাইন সংস্করণ

জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অ’ভিনেত্রী আনোয়ারার মে’য়ে মুক্তির আমন্ত্রণে একটি সংলাপে অংশ নিয়েছিলেন আলম।

এখানে আরো অ’তিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অমিত হাসান। অনুষ্ঠান শেষে নিজেদের মধ্যে আলাপ-এর এক পর্যায়ে অমিত হাসান হিরো আলমের মা’থায় হাত রেখে আশির্বাদ করেন।
মূলত মুক্তি ও রোমান মিলে একটি ট’কশোর আয়োজন পরিচালনা করেন। এই ট’কশোতে হিরো আলম ও অমিত হাসানকে অ’তিথি করা হয়।

এ বিষয়ে হিরো আলম কালের কণ্ঠকে বলেন, ‘আমাকে মুক্তি আপা একটি সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। সেখানে আমা’র প্রিয় অ’ভিনেতা অমিত হাসান ভাই ছিলেন। তিনি আমাকে আশির্বাদ করেছেন। মুক্তি আপা আমাকে যে সম্মান দেখিয়েছেন- আমি কৃতজ্ঞ।

জানা গেছে, শিগগির অনুষ্ঠানটি মুক্তির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

খবর, ধর্মীয় খবর

স্বামী স্ত্রীর সহবাসে স্ত্রীর অনুমতির প্রয়োজন আছে কিনা?

অনলাইন সংরক্ষণ

প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২, ০২:১৮ পি এম। অনলাইন সংস্করণ

••• স্ত্রীর সাথে মিলনের জন্য কি তাঁর অনুমতি নেয়া প্রয়োজন ?

*** মহানবী সা: বলেছেন “ স্বামী যখন তাঁর স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহবান করবে, সে যেনো স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে । এমনকি সে রান্না ঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও ।”

সুনানে তিরমিযি ১১৬০
ছহীহুল জামে ৫৩৪

*** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী স্বামীর ডাকে সাঁড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্হায় সারারাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফিরিশ্তারা সকাল পর্যন্ত লা’নত দিতে থাকে ।”

ছহীহুল বোখারি ৫১৯৩
ছহীহ মুসলিম ১৪৩৬
সুনানে আবু দাউদ ২১৪১
নাসাঈ

*** মহানবী সা: বলেছেন “ তিন ব্যক্তির নামাজ তাঁদের মাথা অতিক্রম করেনা অর্থাৎ কবুল হয়না । তন্মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী , যে স্বামীর ডাকে সাঁড়া দেয়না এবং স্বামী রাগান্বিত অবস্হায় ঘুমায় ।”

তাবরানী ১০৮৬
সুনানে তিরমিযি ৩৬০
হাকেম
সিলসিলা ছহীহা ২৮৮

*** মহানবী সা: বলেছেন “ স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল রোজা রাখা যাবেনা এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবেনা ।”

ছহীহুল বোখারি ৫১৯৫
ছহীহ মুসলিম ২৪১৭
দারেমী ১৭২০
সিলসিলা আহাদিসুস ছহীহা ৩৯৫

*** মহানবী সা: বলেছেন “ পরকালে আল্লাহপাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না ।”

নাসাঈ কুবরা ৯১৩৫
বাযযার ২৩৪৯
তাবরানী
হাকেম ২৭৭১
বাইহাক্বী ১৪৪৯৭
সিলসিলাহ ছহীহা ২৮৯

*** মহানবী সা: বলেছেন “ কোন স্ত্রী যদি তাঁর স্বামীর অধিকার সম্পর্কে জানতো, দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো ।”

ছহীহুল জামে ৫২৫৯
তাবরানী

*** মহানবী সা: বলেছেন “ স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম ।”

মুসনাদে আহমদ ১৯০০৩
নাসাঈ
হাকিম
বায়হাক্বী

*** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী তাঁর স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা বলেন “ তোমার স্বামীকে কষ্ট দিওনা । তিনি তোমার কাছে সাময়িক মেহমান মাত্র । তোমাকে ছেড়ে অচিরেই আমাদের কাছে ফিরে আসবে ।”

তিরমিযি ১১৭৪
ইব্নে মাজাহ ২০১৪

*** মা- বাবা সহ সকলের মৃত্যুতে শোক পালন হচ্ছে মাত্র ৩ দিন পর্যন্ত । পক্ষান্তরে স্বামীর মৃত্যুতে শোক পালন করতে হবে ৪ মাস ১০ দিন ।

সূরা আল বাকারা ২৩৪
ছহীহুল বোখারি ১২৮০
ছহীহ মুসলিম ৩৮০২

আল্লাহ তাআলা সকল মা বোনদের কে ইসলামের সঠিক জ্ঞান দান করুন 🤲

খবর

ভুরুঙ্গামারীতে হিরোইন সহ যুবতী আটক

ফাইল ছবি

প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২, ০১:১৮ এ এম। অনলাইন সংস্করণ

আরিফুল ইসলাম জয় 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ গ্রাম হেরোইন সহ মাদক  ব্যবসায়ীর  ডিলার চক্রের একজনকে  আটক করা হয়েছে।

আটককৃত হলো উপজেলার সদর  ইউনিয়নের মানিককাজি গ্রামের মোঃ রিয়াজুল হকের মেয়ে রুমানা আক্তার (২০)।বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) সন্ধ্যায়  গোপনসুত্রে খবর পেয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের  নেতৃত্বে পুলিশের  একটি দল  উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রামে রিয়াজুলের বাড়িতে অভিযান চালিয়ে তার মেয়ে রুমানা আক্তার কে আটক করে।  তার নিকট লুকায়িত অবস্থায় ৬ গ্রাম হেরোইন  উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় ৭০হাজার টাকা । পরে তাকে আটক করে  ভূরুঙ্গামারী থানায় নিয়ে  আসে।

 স্থানীয় ও প্রশাসন সুত্রে  যানা জায় রিয়াজুল হক মাদক কারবারির বড় মাপের ব‍্যাবসায়ী সে সবসময়  পুরো উপজেলায় মাদক সরবরাহ করে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  আলমগীর হোসেন বলেন গোপন  সংবাদের  ভিত্তিতে আমরা জানতে পারি রিয়াজুল হক স্বপরিবারে  মাদক কারবারির সাথে জরিত। এবং  সে ভুরুঙ্গামারী  উপজেলার হিরোইনের ডিলার। তার পরিবারের সকল কে আসামি করে মামলার  প্রস্তুতি চলছে।