
প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ এ এম। অনলাইন সংস্করণ
জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অ’ভিনেত্রী আনোয়ারার মে’য়ে মুক্তির আমন্ত্রণে একটি সংলাপে অংশ নিয়েছিলেন আলম।
এখানে আরো অ’তিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অমিত হাসান। অনুষ্ঠান শেষে নিজেদের মধ্যে আলাপ-এর এক পর্যায়ে অমিত হাসান হিরো আলমের মা’থায় হাত রেখে আশির্বাদ করেন।
মূলত মুক্তি ও রোমান মিলে একটি ট’কশোর আয়োজন পরিচালনা করেন। এই ট’কশোতে হিরো আলম ও অমিত হাসানকে অ’তিথি করা হয়।
এ বিষয়ে হিরো আলম কালের কণ্ঠকে বলেন, ‘আমাকে মুক্তি আপা একটি সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। সেখানে আমা’র প্রিয় অ’ভিনেতা অমিত হাসান ভাই ছিলেন। তিনি আমাকে আশির্বাদ করেছেন। মুক্তি আপা আমাকে যে সম্মান দেখিয়েছেন- আমি কৃতজ্ঞ।
জানা গেছে, শিগগির অনুষ্ঠানটি মুক্তির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

