খবর, বিনোদন

যৌনপল্লীতে চলচ্চিত্র নায়িকা নিপুন রায়

প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭ এ এম। অনলাইন সংস্করণ

সিনেমায় নিপুণ যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছেন। আর শুটিং হয় একটি যৌ.নপ.ল্লিতে। সেখানে থাকাকালীন নিপুণের কস্টিউম আসল যৌ.নক.র্মীদের মতোই ছিল। এ কারণে সেখানকার কাস্টমাররা (খদ্দেররা) নিপুণকে সত্যিকারের যৌ.নক.র্মী ভেবেছিলেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এফডিসিতে ‘বীরত্ব’ সিনেমার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চিত্রনায়ক ইমন।

অনুষ্ঠানে চিত্রনায়ক মামনুন ইমন ‘বীরত্ব’ সিনেমার বিষয়ে কথা বলেন। সিনেমায় নিপুণের চরিত্রের বিষয়ে ইমন জানান, একজন সুন্দরী মেয়ে নিপুণ। তাকে সবাই কাছে পেতে চায়। শুটিংয়ের সময় ওই জায়গায় (প.তিতা.লয়) অনেক মেয়ে ছিল। সাথে নিপুণও ছিল; আর তার সাজসজ্জা ছিল তা দেখেই সেখানে কিছু কাস্টমার এসে আলাপ শুরু করে দিয়েছিল।

রিয়ালিস্টিক মনে হয়েছে। আমরা আমাদের সব্বোর্চ দিয়ে চেষ্টা করেছি। আর এ সিনেমায় আমি একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছি।

বীরত্ব’ সিনেমায় নিপুণ ও ইমন ছাড়াও অভিনয় করেছেন নবাগতা সালওয়া, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পি সরকার অপু প্রমুখ।